ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ এর কেস বাজারে ছেড়েছে অ্যাপল। এয়ারপডস ছাড়া শুধু কেসটি কেনার জন্য গ্রাহকদের ৯৯ ডলার খরচ করতে হবে। প্রিঅর্ডার করা কেসগুলো আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে গ্রাহকের কাছে ডেলিভারি করা হবে।
অনেকেই নিজের সব ডিভাইসের জন্য ইউএসবি সি যুক্ত কেবল ব্যবহার করতে চায়। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। কারণ একেক ডিভাইসের জন্য একেক কেবল ব্যবহার করা একটি ঝামেলার বিষয়। এছাড়া এয়ারপডসের পুরো সেট কেনার চেয়ে শুধু কেস কেনা সাশ্রয়ী হবে।
সেকেন্ড জেনারেশনের এয়ারপডস প্রো ২ এর কেসে সাধারণত লাইটিং পোর্ট যুক্ত থাকে। এ বছরে প্রথমবারের মতো অ্যাপলের ডিভাইসগুলোতে ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এয়ারপডস প্রো ২ এর লাইটনিং কেসের মডেলের চেয়ে ইউএসবি সি যুক্ত কেস ব্যবহারে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ইউএসবি সি যুক্ত কেসগুলো আইপি রেটিং–৫৪। অর্থাৎ এতে ধুলোবালি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং অল্প পরিমাণ পানির ছিটলেও কেসটির কোনো ক্ষতি হবে না। এতে ম্যাগসেফ চার্জিং সুবিধাও পাওয়া যাবে।
গ্রাহক এয়ারপডস প্রো এর যে কেসই ব্যবহার করুক না কেন অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট এই মডেলে পাওয়া যাবে। নতুন আপডেটে অ্যাডাপ্টিভ অডিও ও কনভারসেশন ডিটেকশনের মতো ফিচার পাওয়া যাবে।
গত অক্টোবরে আইপ্যাডের জন্য ইউএসবি সি যুক্ত নতুন পেনসিলও নিয়ে এসেছে অ্যাপল। অন্যান্য অ্যাপল পেনসিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেনসিলের মতো টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি রয়েছে এই মডেলে। আইপ্যাডে নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেনসিলটি নির্ভুলভাবে করতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ এর কেস বাজারে ছেড়েছে অ্যাপল। এয়ারপডস ছাড়া শুধু কেসটি কেনার জন্য গ্রাহকদের ৯৯ ডলার খরচ করতে হবে। প্রিঅর্ডার করা কেসগুলো আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে গ্রাহকের কাছে ডেলিভারি করা হবে।
অনেকেই নিজের সব ডিভাইসের জন্য ইউএসবি সি যুক্ত কেবল ব্যবহার করতে চায়। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। কারণ একেক ডিভাইসের জন্য একেক কেবল ব্যবহার করা একটি ঝামেলার বিষয়। এছাড়া এয়ারপডসের পুরো সেট কেনার চেয়ে শুধু কেস কেনা সাশ্রয়ী হবে।
সেকেন্ড জেনারেশনের এয়ারপডস প্রো ২ এর কেসে সাধারণত লাইটিং পোর্ট যুক্ত থাকে। এ বছরে প্রথমবারের মতো অ্যাপলের ডিভাইসগুলোতে ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এয়ারপডস প্রো ২ এর লাইটনিং কেসের মডেলের চেয়ে ইউএসবি সি যুক্ত কেস ব্যবহারে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ইউএসবি সি যুক্ত কেসগুলো আইপি রেটিং–৫৪। অর্থাৎ এতে ধুলোবালি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং অল্প পরিমাণ পানির ছিটলেও কেসটির কোনো ক্ষতি হবে না। এতে ম্যাগসেফ চার্জিং সুবিধাও পাওয়া যাবে।
গ্রাহক এয়ারপডস প্রো এর যে কেসই ব্যবহার করুক না কেন অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট এই মডেলে পাওয়া যাবে। নতুন আপডেটে অ্যাডাপ্টিভ অডিও ও কনভারসেশন ডিটেকশনের মতো ফিচার পাওয়া যাবে।
গত অক্টোবরে আইপ্যাডের জন্য ইউএসবি সি যুক্ত নতুন পেনসিলও নিয়ে এসেছে অ্যাপল। অন্যান্য অ্যাপল পেনসিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেনসিলের মতো টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি রয়েছে এই মডেলে। আইপ্যাডে নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেনসিলটি নির্ভুলভাবে করতে পারবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
চীনের তরুণসমাজের একটি বড় অংশ এখন বন্ধুত্ব ও ভালোবাসার জন্য ভরসা রাখছে মানুষের মতো আচরণকারী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) সঙ্গীর ওপর। বাস্তব জীবনের সম্পর্কের টানাপোড়েন এবং একাকিত্ব এড়াতে তাঁরা তৈরি করছেন নিজেদের কল্পিত প্রেমিক বা প্রেমিকা, যাদের সঙ্গে তাঁরা গল্প করেন, খেলাধুলা করেন, জীবনের...
১৩ ঘণ্টা আগেফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
১ দিন আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২ দিন আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২ দিন আগে