Ajker Patrika

ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ কেস বাজারে আনল অ্যাপল 

ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ কেস বাজারে আনল অ্যাপল 

ইউএসবি সি টাইপসহ এয়ারপডস প্রো ২ এর কেস বাজারে ছেড়েছে অ্যাপল। এয়ারপডস ছাড়া শুধু কেসটি কেনার জন্য গ্রাহকদের ৯৯ ডলার খরচ করতে হবে। প্রিঅর্ডার করা কেসগুলো আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে গ্রাহকের কাছে ডেলিভারি করা হবে। 

অনেকেই নিজের সব ডিভাইসের জন্য ইউএসবি সি যুক্ত কেবল ব্যবহার করতে চায়। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। কারণ একেক ডিভাইসের জন্য একেক কেবল ব্যবহার করা একটি ঝামেলার বিষয়। এছাড়া এয়ারপডসের পুরো সেট কেনার চেয়ে শুধু কেস কেনা সাশ্রয়ী হবে।

সেকেন্ড জেনারেশনের এয়ারপডস প্রো ২ এর কেসে সাধারণত লাইটিং পোর্ট যুক্ত থাকে। এ বছরে প্রথমবারের মতো অ্যাপলের ডিভাইসগুলোতে ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এয়ারপডস প্রো ২ এর লাইটনিং কেসের মডেলের চেয়ে ইউএসবি সি যুক্ত কেস ব্যবহারে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ইউএসবি সি যুক্ত কেসগুলো আইপি রেটিং–৫৪। অর্থাৎ এতে ধুলোবালি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং অল্প পরিমাণ পানির ছিটলেও কেসটির কোনো ক্ষতি হবে না। এতে ম্যাগসেফ চার্জিং সুবিধাও পাওয়া যাবে।

গ্রাহক এয়ারপডস প্রো এর যে কেসই ব্যবহার করুক না কেন অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট এই মডেলে পাওয়া যাবে। নতুন আপডেটে অ্যাডাপ্টিভ অডিও ও কনভারসেশন ডিটেকশনের মতো ফিচার পাওয়া যাবে।

গত অক্টোবরে আইপ্যাডের জন্য ইউএসবি সি যুক্ত নতুন পেনসিলও নিয়ে এসেছে অ্যাপল। অন্যান্য অ্যাপল পেনসিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেনসিলের মতো টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি রয়েছে এই মডেলে। আইপ্যাডে নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেনসিলটি নির্ভুলভাবে করতে পারবে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত