বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।
ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।
২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।
আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।
ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন
১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।
ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।
বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।
ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।
২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।
আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।
ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন
১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।
ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১১ মিনিট আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৩৪ মিনিট আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
২ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৩ ঘণ্টা আগে