বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।
ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।
২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।
আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।
ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন
১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।
ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।
বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।
ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।
২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।
আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।
ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন
১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।
ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।
চীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
৬ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
১২ ঘণ্টা আগে