অনলাইন ডেস্ক
বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।
ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।
২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।
আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।
ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন
১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।
ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।
বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।
ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।
২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।
আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।
ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন
১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।
ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে