অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
‘ওয়াকার এস২’ নামের এই রোবট তৈরি করেছে চীনের কোম্পানি ইউবিটেক। রোবটটির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (১৬২ সেন্টিমিটার) এবং ওজন ৯৫ পাউন্ড (৪৩ কেজি), যা একজন ছোটখাটো প্রাপ্তবয়স্ক মানুষের মতোই। রোবটটির মুখে একটি ফুল কালার ডিসপ্লে রয়েছে, যেখানে কাজের অবস্থা সম্পর্কিত তথ্য দেখানো যায়, যাতে রোবটের পাশে থাকা মানবকর্মীরা সেটি সহজেই বুঝতে পারেন।
রোবটটি ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারির একটি ডুয়েল ব্যাটারি সিস্টেম ব্যবহার করে। একটানা হাঁটলে এটি দুই ঘণ্টা এবং দাঁড়িয়ে থাকলে চার ঘণ্টা কাজ করতে পারে। ব্যাটারি একবার সম্পূর্ণ শেষ হলে সেটি চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।
এই রোবটের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো—এটি নিজেই ব্যাটারি বদলাতে পারে, যা ইউবিটেকের দাবি অনুযায়ী, বিশ্বে প্রথমবারের মতো করা হয়েছে।
গত ১৭ জুলাই ইউটিউবে প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, রোবটটি নিজে থেকেই একটি চার্জিং স্টেশনে পৌঁছে যায় এবং ব্যাটারি পাল্টায়। ব্যাটারির পেছনের অংশটি খুলে সেটিকে চার্জিং ইউনিটে রেখে দেয় এবং একটি নতুন চার্জ করা ব্যাটারি নিজেই তুলে নিয়ে সেটি স্থাপন করে।
রোবটটি বুঝতে পারে, তার ব্যাটারির চার্জ কতটুকু বাকি আছে এবং সেটি কোন ব্যাটারিটি বদলাবে বা চার্জ দেবে, তা নির্ধারণ করে নিজে থেকেই—এই সিদ্ধান্ত রোবটটি নেয় তার কাজের অগ্রাধিকারের ভিত্তিতে।
ওয়াকার এস২-এর ২০টি ‘ডিগ্রি অব ফ্রিডম’ (অর্থাৎ, এর জয়েন্ট বা অঙ্গপ্রত্যঙ্গগুলো যেভাবে ও যতভাবে নড়াচড়া করতে পারে) রয়েছে। এর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগের ব্যবস্থা রয়েছে। ফলে এটি সহজেই বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে পারে।
ওয়াকার এস২-এর মাথায় বসানো ভিশন ক্যামেরা ব্যাটারির চার্জ পর্যবেক্ষণ করে। চার্জ থাকা ব্যাটারির পাশে থাকা সবুজ আলো শনাক্ত করে, রোবট বুঝতে পারে কোন ব্যাটারিটি সম্পূর্ণ চার্জড। এ ছাড়া এটি কাজের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে—এখন ব্যাটারি বদলানো জরুরি, নাকি চলমান কাজটি শেষ করাই বেশি গুরুত্বপূর্ণ।
রোবটটি মূলত কারখানা, শোরুম বা জনসমাগমপূর্ণ স্থানে গ্রাহককে স্বাগত জানানোর মতো কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রোবটটি ভবিষ্যতের স্বয়ংক্রিয় কাজের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও নিউ অ্যাটল্যাস
বিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
‘ওয়াকার এস২’ নামের এই রোবট তৈরি করেছে চীনের কোম্পানি ইউবিটেক। রোবটটির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (১৬২ সেন্টিমিটার) এবং ওজন ৯৫ পাউন্ড (৪৩ কেজি), যা একজন ছোটখাটো প্রাপ্তবয়স্ক মানুষের মতোই। রোবটটির মুখে একটি ফুল কালার ডিসপ্লে রয়েছে, যেখানে কাজের অবস্থা সম্পর্কিত তথ্য দেখানো যায়, যাতে রোবটের পাশে থাকা মানবকর্মীরা সেটি সহজেই বুঝতে পারেন।
রোবটটি ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারির একটি ডুয়েল ব্যাটারি সিস্টেম ব্যবহার করে। একটানা হাঁটলে এটি দুই ঘণ্টা এবং দাঁড়িয়ে থাকলে চার ঘণ্টা কাজ করতে পারে। ব্যাটারি একবার সম্পূর্ণ শেষ হলে সেটি চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।
এই রোবটের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো—এটি নিজেই ব্যাটারি বদলাতে পারে, যা ইউবিটেকের দাবি অনুযায়ী, বিশ্বে প্রথমবারের মতো করা হয়েছে।
গত ১৭ জুলাই ইউটিউবে প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, রোবটটি নিজে থেকেই একটি চার্জিং স্টেশনে পৌঁছে যায় এবং ব্যাটারি পাল্টায়। ব্যাটারির পেছনের অংশটি খুলে সেটিকে চার্জিং ইউনিটে রেখে দেয় এবং একটি নতুন চার্জ করা ব্যাটারি নিজেই তুলে নিয়ে সেটি স্থাপন করে।
রোবটটি বুঝতে পারে, তার ব্যাটারির চার্জ কতটুকু বাকি আছে এবং সেটি কোন ব্যাটারিটি বদলাবে বা চার্জ দেবে, তা নির্ধারণ করে নিজে থেকেই—এই সিদ্ধান্ত রোবটটি নেয় তার কাজের অগ্রাধিকারের ভিত্তিতে।
ওয়াকার এস২-এর ২০টি ‘ডিগ্রি অব ফ্রিডম’ (অর্থাৎ, এর জয়েন্ট বা অঙ্গপ্রত্যঙ্গগুলো যেভাবে ও যতভাবে নড়াচড়া করতে পারে) রয়েছে। এর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগের ব্যবস্থা রয়েছে। ফলে এটি সহজেই বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে পারে।
ওয়াকার এস২-এর মাথায় বসানো ভিশন ক্যামেরা ব্যাটারির চার্জ পর্যবেক্ষণ করে। চার্জ থাকা ব্যাটারির পাশে থাকা সবুজ আলো শনাক্ত করে, রোবট বুঝতে পারে কোন ব্যাটারিটি সম্পূর্ণ চার্জড। এ ছাড়া এটি কাজের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে—এখন ব্যাটারি বদলানো জরুরি, নাকি চলমান কাজটি শেষ করাই বেশি গুরুত্বপূর্ণ।
রোবটটি মূলত কারখানা, শোরুম বা জনসমাগমপূর্ণ স্থানে গ্রাহককে স্বাগত জানানোর মতো কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রোবটটি ভবিষ্যতের স্বয়ংক্রিয় কাজের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও নিউ অ্যাটল্যাস
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৪ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৫ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৭ ঘণ্টা আগেদুর্বল পাসওয়ার্ডের কারণে পথে বসেছে যুক্তরাজ্যের ১৬০ বছরের একটি পুরোনো কোম্পানি। একদল হ্যাকার ব্রিটিশ পরিবহন কোম্পানি কেএনপি লজিস্টিকসের তথ্যভান্ডার হ্যাক করায় আর্থিক ক্ষতির পাশাপাশি কোম্পানিটির ৭০০ কর্মীর চাকরি চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগে