যৌথ প্লে লিস্ট তৈরির সুবিধা আনল অ্যাপল মিউজিক। এই ফিচারের মাধ্যমে দুই বা তার অধিক ব্যবহারকারী একই প্লে লিস্টে মিউজিক অ্যাড, শেয়ার ও রিমুভ করতে পারবে। ফলে কোনো অনুষ্ঠানে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী গান বা মিউজিক শুনতে পারবেন। এ ছাড়া বন্ধুরা একে অপরের পছন্দের মিউজিক তালিকাও দেখতে পারবে।
অনেক আগেই ফিচারটি স্পটিফাইয়ে ছিল। অ্যাপল মিউজিকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এই ফিচার আনার অনুরোধ করছিলেন।
আপাতত আইওএস ১৭.২ বেটা ভার্সনে বর্তমানে ফিচারটি পাওয়া যাচ্ছে। শিগগির আইফোনের সব ভার্সনের জন্য এই ফিচার ছাড়া হবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সব অংশগ্রহণকারীর প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন থাকতে হবে। সেই সঙ্গে অ্যাপটির সর্বশেষ ভার্সনটি ইনস্টল করতে হবে।
এই যৌথ প্লে লিস্ট তৈরির পর কারা এই তালিকায় মিউজিক যুক্ত করতে পারবে এবং কতক্ষণ পারবে, তা মূল ক্রিয়েটর নিয়ন্ত্রণ করতে পারবে।
যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা যা লাগবে–
১. আইওসের ১৭.২ বেটা আপডেট
২. সক্রিয় অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন
৩. অন্তত একজন ব্যবহারকারী থাকতে হবে
যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা করতে হবে–
১. আইফোন বা আইপ্যাডে অ্যাপল মিউজিক অ্যাপ খুলুন।
২. নিচের দিকের লাইব্রেরি ট্যাবে ট্যাপ করুন এবং প্লে লিস্ট অপশনটি নির্বাচন করুন।
৩. নতুন প্লে লিস্ট তৈরি করুন বা আগে থেকে তৈরি করা প্লে লিস্ট নির্বাচন করুন।
৪. ওপরের ডান পাশের কোনায় থাকা তিনটি অনুভূমিক ডটে ট্যাপ করুন।
৫. কোলাবোরেটিভ (যৌথ) প্লে লিস্ট অপশন নির্বাচন করুন।
৬. এই পর্যায়ে অন্যান্য গান যুক্ত বা বাদ দেওয়া সময় মূল ক্রিয়েটরের অনুমতি লাগবে এমন অপশন নির্বাচন করা যায়। এই সুবিধা চাইলে অপশনটি চালু করে দিন।
৭. এরপর অন্যান্য গ্রাহকের প্লে লিস্টে গান যুক্ত করার জন্য আমন্ত্রণ জানান।
যেকোনো সময় যৌথ প্লে লিস্টের তিনটি ডটে ট্যাপ করে এর সেটিংসে পরিবর্তন করা যাবে।
যৌথ প্লে লিস্ট তৈরির সুবিধা আনল অ্যাপল মিউজিক। এই ফিচারের মাধ্যমে দুই বা তার অধিক ব্যবহারকারী একই প্লে লিস্টে মিউজিক অ্যাড, শেয়ার ও রিমুভ করতে পারবে। ফলে কোনো অনুষ্ঠানে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী গান বা মিউজিক শুনতে পারবেন। এ ছাড়া বন্ধুরা একে অপরের পছন্দের মিউজিক তালিকাও দেখতে পারবে।
অনেক আগেই ফিচারটি স্পটিফাইয়ে ছিল। অ্যাপল মিউজিকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এই ফিচার আনার অনুরোধ করছিলেন।
আপাতত আইওএস ১৭.২ বেটা ভার্সনে বর্তমানে ফিচারটি পাওয়া যাচ্ছে। শিগগির আইফোনের সব ভার্সনের জন্য এই ফিচার ছাড়া হবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সব অংশগ্রহণকারীর প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন থাকতে হবে। সেই সঙ্গে অ্যাপটির সর্বশেষ ভার্সনটি ইনস্টল করতে হবে।
এই যৌথ প্লে লিস্ট তৈরির পর কারা এই তালিকায় মিউজিক যুক্ত করতে পারবে এবং কতক্ষণ পারবে, তা মূল ক্রিয়েটর নিয়ন্ত্রণ করতে পারবে।
যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা যা লাগবে–
১. আইওসের ১৭.২ বেটা আপডেট
২. সক্রিয় অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন
৩. অন্তত একজন ব্যবহারকারী থাকতে হবে
যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা করতে হবে–
১. আইফোন বা আইপ্যাডে অ্যাপল মিউজিক অ্যাপ খুলুন।
২. নিচের দিকের লাইব্রেরি ট্যাবে ট্যাপ করুন এবং প্লে লিস্ট অপশনটি নির্বাচন করুন।
৩. নতুন প্লে লিস্ট তৈরি করুন বা আগে থেকে তৈরি করা প্লে লিস্ট নির্বাচন করুন।
৪. ওপরের ডান পাশের কোনায় থাকা তিনটি অনুভূমিক ডটে ট্যাপ করুন।
৫. কোলাবোরেটিভ (যৌথ) প্লে লিস্ট অপশন নির্বাচন করুন।
৬. এই পর্যায়ে অন্যান্য গান যুক্ত বা বাদ দেওয়া সময় মূল ক্রিয়েটরের অনুমতি লাগবে এমন অপশন নির্বাচন করা যায়। এই সুবিধা চাইলে অপশনটি চালু করে দিন।
৭. এরপর অন্যান্য গ্রাহকের প্লে লিস্টে গান যুক্ত করার জন্য আমন্ত্রণ জানান।
যেকোনো সময় যৌথ প্লে লিস্টের তিনটি ডটে ট্যাপ করে এর সেটিংসে পরিবর্তন করা যাবে।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তিটি মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেঅ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
৩ ঘণ্টা আগেইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
২০ ঘণ্টা আগে