Ajker Patrika

প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের তিন গোল 

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে 
আপডেট : ২৮ জুন ২০২৩, ২১: ১৪
প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের তিন গোল 

আত্মবিশ্বাস বুঝি একেই বলে! ১২ মিনিটে গোল হজম। সেখান থেকে দারুণ এক প্রত্যাবর্তন। মালদ্বীপের বিপক্ষে গোল খেয়েও ৩-১ গোলে জয়। একই ফল ভুটানের বিপক্ষেও। তবে দুই ম্যাচের পার্থক্য হলো ভুটানকে প্রথমার্ধেই তিন গোল দিয়েছে বাংলাদেশ। 

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল করেছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী। 

জয়ের তাড়া নেই, ড্র হলেই চলে—বেশ সহজ একটা সমীকরণ। বাংলাদেশের শুরুটাও হয়েছে ইতিবাচক। ম্যাচের ২ মিনিটে পোস্টে প্রথম শট বাংলাদেশের। শেখ মোরসালিনের কাট ব্যাকে সোহেল রানার শট ফেরান ভুটানি গোলরক্ষক। 

ভুটানও কম যায়নি। ৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে বাংলাদেশের অর্ধে চাপ বাড়াতে থাকে দলটি। তাতেই অঘটন। ১২ মিনিটে হঠাৎ চমকে দিয়ে বক্সের বাইরে থেকে শট নেন সেনদা দর্জি। বাঁ পায়ে শটটি বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঠেকানোর কোনো সুযোগই পাননি। 

গোল করে আরও ভয়ংকর ভুটান। ১৭ মিনিটে বাংলাদেশের ক্রসবার কাঁপিয়ে দেয় নিমা ওয়াংডির শট। ৩০ গজ দূর থেকে যে শট নিলেন নিমা, ক্রসবারে না লাগলে এই গোলটি হতে পারত এবারের সাফের সেরা গোল! 

ভুটানের গোলের দারুণ জবাবটা এসেছে ২১ মিনিটে মোরসালিনের দারুণ এক গোল থেকে। বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের পাস থেকে প্রথম দফায় শট নিতে গিয়ে ব্যর্থ হোন মোরসালিন। ফিরতি বলে আবারও মোরসালিনের ‘ট্রেড মার্ক’ বুলেট গতির শট। ভুটানি গোলরক্ষকের গ্লাভসের মাঝখান দিয়ে বল সোজা জালে! মাত্র চতুর্থ ম্যাচে দ্বিতীয় আন্তর্জাতিক গোল ১৭ বছর বয়সী মোরসালিনের। 

সমতায় ফিরেই বিধ্বংসী রূপে বাংলাদেশ। মোরসালিনের সঙ্গে রাকিবের দারুণ বোঝাপড়ায় তছনছ ভুটানের রক্ষণ। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের হাওয়ায় ভাসানো ক্রস থেকে বলে রাকিবের ছোঁয়া। বল ভুটানের খেলোয়াড় পুনতসো জিগমের গায়ে লেগে আবারও জালে! 

দ্বিতীয় গোল হতেই গোলের নেশা যেন চেপে বসে বাংলাদেশি ফুটবলারদের মাথায়। ৩৩ মিনিটে ভুটানি গোলরক্ষককে একা পেয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন রাকিব। রাকিবের শটে গোলরক্ষক হার মানলেও পোস্টের গা ঘেঁষে বল চলে যায় বাইরে। 

তবে তিন মিনিট পরেই সেই আক্ষেপ মেটালেন রাকিব। করলেন মনে রাখার মতো এক গোল। ৩৬ মিনিটে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে হারিয়ে ডান পোস্টের দুরূহ কোণ থেকে শট নেন রাকিব। সেই শট বাঁ পোস্টে লেগে জড়িয়ে গেল জালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত