Ajker Patrika

ঝোড়ো সেঞ্চুরিতে তামিম-পিনাককে টপকে গেলেন আবরার, বাংলাদেশের প্রতিশোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৭: ১৯
ঝোড়ো সেঞ্চুরির পথে তামিম ইকবালের রেকর্ডও ভাঙলেন জাওয়াদ আবরার। ছবি: ফাইল ছবি
ঝোড়ো সেঞ্চুরির পথে তামিম ইকবালের রেকর্ডও ভাঙলেন জাওয়াদ আবরার। ছবি: ফাইল ছবি

কলম্বো ক্রিকেট ক্লাব (সিসিসি) গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ৬৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ ম্যাচটা হেরে যায় ৯৮ রানে। এক দিন বিরতির পর আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।

সিসিসি গ্রাউন্ডে আজ আবরারের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের পথে ১০ বছরের রেকর্ড ভেঙে নিজের নামে করে নিয়েছেন জাওয়াদ আবরার। চার-ছক্কা মেরে ৯২ রান নিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ১৪ চার ও ৬ ছক্কা মেরেছেন। এর আগে এই রেকর্ডটা ছিল পিনাক ঘোষের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাউন্ডারিতে ৯০ রান করেছিলেন পিনাক। মেরেছিলেন ২১ চার ও ১ ছক্কা। ১৩ চার ও ৬ ছক্কায় ৮৮ রান করে বাউন্ডারিতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের কীর্তি তামিম ইকবালের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২০০৫ সালে এই কীর্তি গড়েছিলেন তামিম।

২১২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ আজ খেলতে নামে টি-টোয়েন্টি মেজাজে। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়েই ৩৫ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের প্রথম বলে কালাম সিদ্দিকিকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার কুগান মুথুলান। শুরুতে উইকেট হারালেও সাবলীলভাবে খেলতে থাকে বাংলাদেশ। অধিনায়ক তামিম রয়েসয়ে খেললেও আবরার তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন আবরার।

রেকর্ড সেঞ্চুরির পর আবরার কিছুটা রয়েসয়ে খেলতে থাকেন। অধিনায়ক তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন আবরার। ৩৫তম ওভারের তৃতীয় বলে দুলনিথ সিগেরাকে চার মেরে বাংলাদেশকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেন তামিম। ৯৩ বল হাতে রেখে পাওয়া বাংলাদেশের এই জয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক আবরার। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর আজিজুল তামিম ৮৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।

এর আগে টস জিতে দ্বিতীয় ওয়ানডে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিমাথ দিশারা। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে লঙ্কানরা। ৪৮.৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেন্নাতিগালা। ৯১ বল খেলে মেরেছেন দুটি চার। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন পেয়েছেন ৬ উইকেট। ৯.৫ ওভারে খরচ করেন ৪৪ রান। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত