নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জুন বড় দুটি ম্যাচে আবার দেখা হবে’—মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ছাড়ার আগে এমনটাই বলে যান হামজা চৌধুরী। জুনে যদিও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এর আগে ৫ জুন জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রস্তুতি ম্যাচ নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও বাফুফে সহসভাপতি ফাহাদ করিম চৌধুরী জানালেন, হামজার খেলার সম্ভাবনা আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা নিশ্চিত করতে পারেনি হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লিগের খেলা শেষে প্লে-অফ খেলতে হবে তাদের। সেই প্লে-অফের ফাইনাল ২৪ মে।
ফাহাদ করিম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন হেড কোচ। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত হবে। ফাহাদ করিম বলেন, ‘সুদান অনেকটা এগিয়ে আছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে কথা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে। এই ব্যাপারে আরও সপ্তাহখানেক লাগবে। তারপর ইনশা আল্লাহ সিদ্ধান্ত নেব।’
হামজার পাশাপাশি আলোচনায় আছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে এখনো পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে পারেননি। তাই জুনে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফাহাদ করিম বলেন, ‘সমিতের জন্য আমরা অপেক্ষা করছি। তিনি ১ বা দুই মে টরোন্টো কনসুলেটে যেতে পারবেন। তিনি যাওয়ার এক-দুই দিনের মধ্যেই সবকিছু সম্পন্ন হয়ে যাবে। কনসুলেট থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কনসুলেট থেকে আমাদের অনলাইন ফর্মও পাঠানো হয়েছে। আমাদের দপ্তর সেটা জমা দিয়ে দেবে যেকোনো সময়। তবে সেটা তিনি সেখানে যাওয়ার পর। আমাদের প্রাথমিক কাজ করা শেষ।’
১০ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। তবে কোন প্লাটফর্মে টিকিট পাবেন দর্শকেরা সেটা এখনো ঠিক হয়নি বলে জানান ফাহাদ করিম, ‘দর্শকদের সুবিধার জন্য কী কী করা যেতে পারে সে ব্যাপারে কম্পিটিশন কমিটির সঙ্গে আমরা মার্কেটিং কমিটি আলোচনা করেছি। খুব শিগগিরই আমরা লেটার অফ ইন্টারেস্ট (এলওআই) দেব। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম যারা আছে, তারা যেন তাদের প্রেজেন্টশনটা দেয়। কোন প্লাটফর্মে আমরা টিকিট বিক্রি করব, সেটা আগামী ১০ দিনের ভেতর ঠিক করব।’
‘জুন বড় দুটি ম্যাচে আবার দেখা হবে’—মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ছাড়ার আগে এমনটাই বলে যান হামজা চৌধুরী। জুনে যদিও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এর আগে ৫ জুন জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রস্তুতি ম্যাচ নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও বাফুফে সহসভাপতি ফাহাদ করিম চৌধুরী জানালেন, হামজার খেলার সম্ভাবনা আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা নিশ্চিত করতে পারেনি হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লিগের খেলা শেষে প্লে-অফ খেলতে হবে তাদের। সেই প্লে-অফের ফাইনাল ২৪ মে।
ফাহাদ করিম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন হেড কোচ। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত হবে। ফাহাদ করিম বলেন, ‘সুদান অনেকটা এগিয়ে আছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে কথা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে। এই ব্যাপারে আরও সপ্তাহখানেক লাগবে। তারপর ইনশা আল্লাহ সিদ্ধান্ত নেব।’
হামজার পাশাপাশি আলোচনায় আছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে এখনো পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে পারেননি। তাই জুনে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফাহাদ করিম বলেন, ‘সমিতের জন্য আমরা অপেক্ষা করছি। তিনি ১ বা দুই মে টরোন্টো কনসুলেটে যেতে পারবেন। তিনি যাওয়ার এক-দুই দিনের মধ্যেই সবকিছু সম্পন্ন হয়ে যাবে। কনসুলেট থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কনসুলেট থেকে আমাদের অনলাইন ফর্মও পাঠানো হয়েছে। আমাদের দপ্তর সেটা জমা দিয়ে দেবে যেকোনো সময়। তবে সেটা তিনি সেখানে যাওয়ার পর। আমাদের প্রাথমিক কাজ করা শেষ।’
১০ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। তবে কোন প্লাটফর্মে টিকিট পাবেন দর্শকেরা সেটা এখনো ঠিক হয়নি বলে জানান ফাহাদ করিম, ‘দর্শকদের সুবিধার জন্য কী কী করা যেতে পারে সে ব্যাপারে কম্পিটিশন কমিটির সঙ্গে আমরা মার্কেটিং কমিটি আলোচনা করেছি। খুব শিগগিরই আমরা লেটার অফ ইন্টারেস্ট (এলওআই) দেব। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম যারা আছে, তারা যেন তাদের প্রেজেন্টশনটা দেয়। কোন প্লাটফর্মে আমরা টিকিট বিক্রি করব, সেটা আগামী ১০ দিনের ভেতর ঠিক করব।’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস।
২ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের
৫ ঘণ্টা আগে