Ajker Patrika

৩০ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪: ০৬
সারদা বাই। ছবি: এনডিটিভি
সারদা বাই। ছবি: এনডিটিভি

পাকিস্তানি নাগরিক সারদা বাই ওডিশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজাকে বিয়ে করেছেন। তিন দশক ধরে ভারতে বসবাস করছেন তিনি। দুটি সন্তান আছে মহেশ-সারদা দম্পতির। কিন্তু কাশ্মীর হত্যাকাণ্ডের পর অনিশ্চিত হয়ে পড়েছে ভারতে সারদার বসবাস। যত দ্রুত সম্ভব তাঁকে ভারত ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ওডিশা পুলিশ।

এরই মধ্যে সারদার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়তে ব্যর্থ হন সারদা, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

সারদার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এত বছর ধরে ভারতে থাকায় ভোটার আইডি কার্ডও রয়েছে তাঁর। কিন্তু ভারত সরকার কখনোই তাঁকে নাগরিকত্ব দেয়নি।

সারদা জানান, পাকিস্তানে তাঁর কেউ নেই। পরিবারের কাছ থেকে আলাদা না করতে ভারত সরকারের কাছে মিনতি জানিয়েছেন সারদা। কজোড়ে তিনি ভারত সরকারের উদ্দেশে বলেছেন, ‘পাকিস্তানে আমার কোনো আত্মীয় নেই। ৩০ বছর আগে ভারতে এসেছি এবং ভারতকেই নিজের দেশ বলে জানি। এমনকি আমার পাসপোর্টটাও খুবই পুরোনো। ভারত সরকারের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার পরিবারের কাছ থেকে আলাদা করবেন না। আমার দুই সন্তান আছে, নাতি–পুতি আছে। আমি এখানে তাঁদের সঙ্গে থাকতে চাই।’

তাঁর এমন অসহায় আকুতিতেও মন গলেনি প্রশাসনের। বোলাঙ্গির পুলিশ জানিয়েছে, সারদা যদি ভারত না ছাড়েন, তাহলে আইনি পদক্ষেপ নেবে তারা।

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হত্যাকাণ্ডের এক দিন পরই একগুচ্ছ পাকিস্তানবিরোধী পদক্ষেপ নেয় ভারত, যার মধ্যে একটি হলো ভারতে অবস্থানরত সব পাকিস্তানির ভিসা বাতিল করা।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রদলের সভাপতির বেয়াদবি ছুটায় দেব: জামায়াত নেতা সাঈদের ফেসবুক পোস্ট

বিবৃতি দিয়ে রাত ১০টার পর থেকে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

ডাকসুর ফলাফল ঘোষণায় বিলম্বের কারণ জানালেন রিটার্নিং কর্মকর্তা

নেপালের অর্থমন্ত্রীকে দিগম্বর করে নদীতে নিক্ষেপ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত