Ajker Patrika

যেখানে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে তাইজুল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১: ৫৮
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

সিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।

সিলেট টেস্টে সুযোগ ছিল সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নিজের অবস্থানটা আরও ওপরে তোলার। কিন্তু সেই টেস্টে উইকেটই পেয়েছিলেন ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় তাইজুল ছিলেন পাঁচ নম্বরে। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৫ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, এখন তিন নম্বরে তিনি। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিমের শিকার ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন এখন পাঁচ নম্বরে। ৮ টেস্টে ১৫ ইনিংসে তাইজুলের ৪৮ উইকেট।

১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। চারে আছেন তিনি। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

ওয়াসিমকে আরও একটি জায়গায় পেছনে ফেলেছেন তাইজুল। সেটি হলো, জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ওয়াসিম যেটি চারবার করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াকারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত