Ajker Patrika

‘সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২০: ১৬
সাকিব আল হাসানের চেয়ে টেস্টে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি
সাকিব আল হাসানের চেয়ে টেস্টে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬তম ৫ উইকেট। এতে একটি জায়গায় ছুঁলেন সাকিব আল হাসানের রেকর্ড।

টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখনো সাকিব। তাঁর চেয়ে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল। সাকিবের ২৪৬ উইকেট, তাইজুলের শিকার ২২৪। তবে চট্টগ্রামের এই ভেন্যুতে সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারবার ইনিংসে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তাইজুল।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেরাদের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে, আমি সেরাদের সেরা হব। আমি আসলে চাই কতটুকু ভালো করতে পারলাম। তৃপ্তি আসে না, যতক্ষণ না আমি অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যত দূর যাওয়া (যায়)। আমার সাকিব ভাইকে ছাড়াতে হবে (এমন ভাবছি না) ..., সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য, সামনেও ভালো করবেন ইনশা আল্লাহ। এই দোয়া থাকবে। চাই যে সবাই ভালো করুক। যেন দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি।’

দিনের শুরুতে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীল ব্যাটে খেলতে থাকা জিম্বাবুয়ের বেন কারেনকে (২১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাইজুল। অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরের দিকে ঢুকলে বোকা বনে যান কারেন। শেষ সেশনে তাইজুল আরও দুর্দান্ত। বিকেলে ১৭ রান তুলতেই তারা যে ৫ উইকেট হারিয়েছে, ৪টিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

বিকেলে তামিম ইকবাল তাইজুলকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় সে।’ সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গ আসে। নিজেকে ‘আন্ডাররেটেড’ মনে করেন তাইজুলও। বলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত