Ajker Patrika

আরও ৪০-৫০ রান করতে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    
শন উইলিয়ামসের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত
শন উইলিয়ামসের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস। এই জুটিতে ৯০ রান এলেও দিনটা নিজের করে নিতে পারেনি জিম্বাবুয়ে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে মুহুর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।

ভালো শুরুর পরেও শেষ সেশনে দ্রুত উইকেট হারানো হতাশাজনক বললেন জিম্বাবুয়ের সহকারী কোচ ডিয়ন ইব্রাহিম। তবে আগামীকাল আরও ৪০-৫০ রান যোগ করার পরিকল্পনার কথাও বলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইব্রাহিম বলেন, ‘অবশ্যই, আমরা কিছুটা হতাশ। আরও ৪০-৫০ রান করতে পারলে ভালো হতো। এটা নিঃসন্দেহে এক ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা তাদের এমন দারুণ স্পিন আক্রমণ এর বিপক্ষে খেলা খুব কঠিন। আরও ৪০-৫০ রান করতে চাইব আমরা।’

তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বোলারদের সামলে নিয়ে ভালোভাবেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। এই জুটির রান যখন ৯০ তখন হঠাৎ পেশির টান নিয়ে মাঠ ছাড়েন নিক ওয়েলচ। তিনি ড্রেসিংরুমে ফিরতেই জিম্বাবুয়ের ছন্দপতন হয় বলে মনে করেন ইব্রাহিম। তিনি বলেন, ‘চা বিরতির আগে নিকের (ওয়েলচ) পেশিতে টান লেগেছিল। এরপর আমরা দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছি ফলে ছন্দও হারিয়ে ফেলেছি। একবার ছন্দ হারালে তা ফিরে পাওয়া অনেক কঠিন। উইলিয়ামসের সাথে নিকের জুটিটা বেশ ভালো ছিল। পরে যদিও মাদেভেরেরা মিলে চেষ্টা করেছে।’

দিনের শেষ সেশনে তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত। ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। বিকেলে ১৭ রান তুলতেই তারা যে ৫ উইকেট হারিয়েছে, চারটিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তবে এখনো চট্টগ্রাম টেস্টে নিজেদের নিয়ে আশাবাদী ইব্রাহিম, ‘আমরা বেশ আশাবাদী, আমরা একজন বাড়তি স্পিনার খেলাচ্ছি। দুই দলই প্রথম ইনিংসে ভালো ব্যাট করলে ম্যাচে ভারসাম্য থাকবে। আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলতে। এটা করতে পারছি কিনা সেটাই হচ্ছে দেখার ব্যাপার। এরপর বাকি ব্যাপারে কথা বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত