নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬
৪ ঘণ্টা আগে‘জুন বড় দুটি ম্যাচে আবার দেখা হবে’—মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ছাড়ার আগে এমনটাই বলে যান হামজা চৌধুরী। জুনে যদিও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এর আগে ৫ জুন জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ঘণ্টা আগে