Ajker Patrika

‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 
প্রথম দিন ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি
প্রথম দিন ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’

সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’

বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।

এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত