চোট ও অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পূর্ণশক্তির দল গড়তে পারেনি। গতকাল বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির বোলিং আক্রমণ নিয়েই শ্রীলঙ্কা মাঠে নেমেছিল বলা চলে। তবে স্বাগতিকদের অনভিজ্ঞ বোলিং আক্রমণই ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।
ব্যাটাররা ভালো পুঁজি এনে দিতে না পারায়, বোলারদের চেষ্টাও বৃথা যায়। তাতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হারে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল-লিটন দাস না থাকায় দায়িত্বটা বেড়ে গিয়েছিল দুই অভিজ্ঞ ক্রিকেটার–সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ওপর। তাঁরাও বড় ইনিংস খেলতে পারলেন না।
হারের পর তাই নিজের পাশপাশি দায়টা ব্যাটিং ব্যর্থতার ওপরই চাপলেন সাকিব। তিনি বললেন, ‘এই উইকেটে তিন শতাধিক রান অনায়াসে উঠতে পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আড়াই শ রান করলেও ম্যাচে ফাইট দেওয়া যেত। আমরা আমাদের সেরা দুই ওপেনার তামিম ও লিটনকে এশিয়া কাপে পাইনি। তা ছাড়া আমাদের কেউ এই ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি।’
বাংলাদেশ অধিনায়কের এই মন্তব্য মোটেও ভালো লাগেনি রমিজ রাজার। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের মতে, সাকিবের এমন কথায় দলের মনোবল ভেঙে পড়ে। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘আমার ভালো লাগেনি, যখন ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে, লিটন ও তামিম নেই। এটা বলা ঠিক নয়। কারণ এমন মন্তব্যের পর সাধারণত দল ভেঙে পড়ে। তারা মনে করে (খেলোয়াড়েরা), আমাদের ওপর ভরসা নেই, আমাদের দক্ষতার ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ জেতানো খেলোয়াড় নই।’
রমিজ মনে করেন, সাকিবের উচিত খেলোয়াড়দের মানসিক অবস্থা ঠিক রাখা। হারের কারণ বের করা। তিনি বললেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশে বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।’
বাংলাদেশের সমস্যা হলো সাকিব ছাড়া কোনো ভালো মানের অলরাউন্ডার নেই বললেন রমিজ, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে। কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল। সাধারণত সে খুব বেশি বল স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো, তাদের কাছে দুই-একজন কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’
বাংলাদেশের টপ অর্ডাররা শুরু থেকেই মেরে খেলেননি; বরং উইকেট দিয়েছেন দ্রুত। তাই রমিজ বলেন, ‘দ্বিতীয়টা হলো, শ্রীলঙ্কার অপরিপক্ব বোলারদের চড়াও হওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভা ১০ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। ২১ বছর বয়সী ওয়েললাগের থেকে ওভারে মাত্র ৪ এর ওপর রান নিয়েছে, এটাও এক ভুল ছিল। পাতিরানার কাছে ক্লাস, স্পিড আছে, স্লিংগি অ্যাকশনের কারণে কিছুটা মুশকিল বোলার। কিন্তু তিকশানাকে চড়াও হতে দিয়েছে। কোনো জায়গায় মনে হয়নি, পরিকল্পনা ছিল (বাংলাদেশর)।’
বাংলাদেশের পরিকল্পনা না থাকার ব্যাখ্যাও দিয়েছেন রমিজ, ‘পরিকল্পনা এই কারণে ছিল না, এসব বোলারদের ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এমনকি আগ্রাসন দেখায়নি, জুটিও হয়নি। যখন উইকেট পড়তে থাকে, তখন জুটি গড়া জরুরি। ভারত বাদে এশিয়ান দলগুলোর বাবর আজমকে অনুসরণ করা উচিত।’
চোট ও অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পূর্ণশক্তির দল গড়তে পারেনি। গতকাল বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির বোলিং আক্রমণ নিয়েই শ্রীলঙ্কা মাঠে নেমেছিল বলা চলে। তবে স্বাগতিকদের অনভিজ্ঞ বোলিং আক্রমণই ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।
ব্যাটাররা ভালো পুঁজি এনে দিতে না পারায়, বোলারদের চেষ্টাও বৃথা যায়। তাতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হারে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল-লিটন দাস না থাকায় দায়িত্বটা বেড়ে গিয়েছিল দুই অভিজ্ঞ ক্রিকেটার–সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ওপর। তাঁরাও বড় ইনিংস খেলতে পারলেন না।
হারের পর তাই নিজের পাশপাশি দায়টা ব্যাটিং ব্যর্থতার ওপরই চাপলেন সাকিব। তিনি বললেন, ‘এই উইকেটে তিন শতাধিক রান অনায়াসে উঠতে পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আড়াই শ রান করলেও ম্যাচে ফাইট দেওয়া যেত। আমরা আমাদের সেরা দুই ওপেনার তামিম ও লিটনকে এশিয়া কাপে পাইনি। তা ছাড়া আমাদের কেউ এই ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি।’
বাংলাদেশ অধিনায়কের এই মন্তব্য মোটেও ভালো লাগেনি রমিজ রাজার। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের মতে, সাকিবের এমন কথায় দলের মনোবল ভেঙে পড়ে। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘আমার ভালো লাগেনি, যখন ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে, লিটন ও তামিম নেই। এটা বলা ঠিক নয়। কারণ এমন মন্তব্যের পর সাধারণত দল ভেঙে পড়ে। তারা মনে করে (খেলোয়াড়েরা), আমাদের ওপর ভরসা নেই, আমাদের দক্ষতার ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ জেতানো খেলোয়াড় নই।’
রমিজ মনে করেন, সাকিবের উচিত খেলোয়াড়দের মানসিক অবস্থা ঠিক রাখা। হারের কারণ বের করা। তিনি বললেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশে বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।’
বাংলাদেশের সমস্যা হলো সাকিব ছাড়া কোনো ভালো মানের অলরাউন্ডার নেই বললেন রমিজ, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে। কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল। সাধারণত সে খুব বেশি বল স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো, তাদের কাছে দুই-একজন কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’
বাংলাদেশের টপ অর্ডাররা শুরু থেকেই মেরে খেলেননি; বরং উইকেট দিয়েছেন দ্রুত। তাই রমিজ বলেন, ‘দ্বিতীয়টা হলো, শ্রীলঙ্কার অপরিপক্ব বোলারদের চড়াও হওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভা ১০ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। ২১ বছর বয়সী ওয়েললাগের থেকে ওভারে মাত্র ৪ এর ওপর রান নিয়েছে, এটাও এক ভুল ছিল। পাতিরানার কাছে ক্লাস, স্পিড আছে, স্লিংগি অ্যাকশনের কারণে কিছুটা মুশকিল বোলার। কিন্তু তিকশানাকে চড়াও হতে দিয়েছে। কোনো জায়গায় মনে হয়নি, পরিকল্পনা ছিল (বাংলাদেশর)।’
বাংলাদেশের পরিকল্পনা না থাকার ব্যাখ্যাও দিয়েছেন রমিজ, ‘পরিকল্পনা এই কারণে ছিল না, এসব বোলারদের ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এমনকি আগ্রাসন দেখায়নি, জুটিও হয়নি। যখন উইকেট পড়তে থাকে, তখন জুটি গড়া জরুরি। ভারত বাদে এশিয়ান দলগুলোর বাবর আজমকে অনুসরণ করা উচিত।’
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
১ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪২ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে