Ajker Patrika

ইংল্যান্ডকে হারানোর পর ভারতের কোচের রহস্যময় পোস্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১: ৪৬
লন্ডনের ওভালে জয়ের পর ভারতের উল্লাস। ছবি: এক্স
লন্ডনের ওভালে জয়ের পর ভারতের উল্লাস। ছবি: এক্স

থ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।

সবাই যখন ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় ব্যস্ত, তখন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর তো চুপ করে বসে থাকতে পারেন না। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অধীনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়সহ ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু টেস্টে সে অর্থে সাফল্য ছিল না তাঁর। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত যেখানে এক পা দিয়ে রেখেছিল, সেই অবস্থায় তারা পা হড়কেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই, বোর্ডার গাভাস্কার ট্রফিতে হার—টেস্টে গম্ভীরের অধীনে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী হচ্ছিল।

এবারের ইংল্যান্ড সফরের প্রথম চার ম্যাচে ভারত হেরেছে দুই ম্যাচে। জিতেছে কেবল একটিতে। ড্র হয়েছে এক ম্যাচ। সিরিজ বাঁচাতে ওভালে জিততেই হতো ভারতকে। যে ভারত হেডিংলি, লর্ডসে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি, তাদের জন্য ওভাল জয় করা অনেক কঠিনই। অবশেষে গতকাল শেষ দিনে পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ ড্র করল ভারত। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গম্ভীর ওভালে ভারতের উদযাপনের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। ভারতের প্রধান কোচ ক্যাপশন দিয়েছেন, ‘আমরা কিছু জিতব। কিছু হারব। তবে কখনোই আত্মসমর্পণ করব না। ছেলেরা দারুণ খেলেছে।’

টেস্ট ক্রিকেট যে ঘন ঘন রং বদলায়, ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট তার জলজ্যান্ত উদাহরণ। ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাতে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ৩৫ রান যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, সেখান থেকে ভারত পায় ৬ রানের নাটকীয় জয়। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতের প্রশংসা করে শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আসলেই শিহরণ জাগানোর মতো ব্যাপার। সিরিজ ২-২ হলো। পারফরম্যান্স দশে দশ। ভারতের সবাই সুপারম্যান। কী দারুণ জয়।’

গাস অ্যাটকিনসনকে গতকাল মোহাম্মদ সিরাজ বোল্ড করতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ধারাভাষ্যকক্ষে তখন সিরাজকে প্রশংসায় ভাসাচ্ছেন মাইকেল আথারটন। ১৯০ রানে ৯ উইকেট নিয়ে ওভাল টেস্টের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। সিরাজের প্রশংসা তো সৌরভ গাঙ্গুলী করেছেনই। সৌরভ প্রশংসায় ভাসিয়েছেন যশস্বী জয়সওয়াল, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপকেও। এক্সে সৌরভ লিখেছেন, ‘ভারত দারুণ খেলেছে। টেস্ট ক্রিকেট এখনো সেরা সংস্করণ। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের কোচ ও সবাইকে অভিনন্দন। সিরাজ বিশ্বের যে কোনো ভেন্যুতেই দলকে মাথা নত করতে দেয় না। দেখে অসাধারণ লাগল। প্রসিধ, আকাশ দীপ, জয়সওয়াল দারুণ খেলেছে।’

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গিল। সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান করে পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। চার ফিফটির চারটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। ব্যাটিং করেছেন ৭৫.৪০ গড়ে। টেস্ট ক্যারিয়ারের সেরা ২৬৯ রানের ইনিংস খেলেছেন এজবাস্টনে। জয়সওয়ালও এই সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন। প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এই সিরিজে নিয়েছেন ১৪ ও ১৩ উইকেট।

গিলের পাশাপাশি হ্যারি ব্রুকও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত