Ajker Patrika

সেঞ্চুরি করে ক্রাইস্টচার্চ টেস্ট জমিয়ে তুললেন ম্যাথুস 

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২: ৩৫
সেঞ্চুরি করে ক্রাইস্টচার্চ টেস্ট জমিয়ে তুললেন ম্যাথুস 

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই রেকর্ড গড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের পর শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাথুস। সেঞ্চুরি করে এবার ক্রাইস্টচার্চ টেস্টে লঙ্কানদের ম্যাচে ফেরালেন। প্রথম টেস্ট জিততে আগামীকাল শেষ দিনে কিউইদের করতে হবে ২৫৭ রান। যেখানে ১ উইকেট এরই মধ্যে হারিয়ে ফেলেছে কিউইরা।

৩ উইকেটে ৮৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দলীয় ৯৫ রানেই চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। ৩২ বলে ৬ রান করা প্রভাত জয়সুরিয়ার উইকেট নেন ব্লেয়ার টিকনার। জয়সুরিয়ার বিদায়ের পর উইকেটে আসেন দিনেশ চান্দিমাল। পঞ্চম উইকেটে দিনেশ চান্দিমালকে নিয়ে ২১৮ বলে ১০৫ রানের জুটি গড়েন ম্যাথুস। চান্দিমালকে বোল্ড করে শতরানের জুটি ভাঙেন টিম সাউদি। ৪২ রান করেন চান্দিমাল। চান্দিমালের পর ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে আরও একটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন ম্যাথুস। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। ২৩৫ বলে ১১৫ রান করে লঙ্কান এই ব্যাটার আউট হয়েছেন ম্যাট হেনরির বলে।

ম্যাথুসের বিদায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬০ রান। ধনঞ্জয় ডি সিলভা একপ্রান্ত আগলে রাখলেও পরবর্তী ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৩০২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ ১১৫ রান আসে ম্যাথুসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন ডি সিলভা, যিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন টিকনার। হেনরি নিয়েছেন ৩ উইকেট এবং সাউদি পেয়েছেন ২ উইকেট। লঙ্কানদের একমাত্র ব্যাটার হিসেবে রানআউট হয়েছেন লাহিরু কুমারা।

২৮৫ রান তাড়া করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে কট অ্যান্ড বোল্ড করেন কাসুন রাজিথা। ১৬ বলে ৫ রান করেন কনওয়ে। শেষ পর্যন্ত ১ উইকেটে ২৮ রানে দিনের খেলা শেষ করে কিউইরা। টম লাথাম ১১ রানে ও কেইন উইলিয়ামসন ৭ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত