Ajker Patrika

২৭টি ব্যাগ, ২৫০ কেজি ওজনের লাগেজ নিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ছবি : এএফপি
অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ছবি : এএফপি

অস্ট্রেলিয়া সফর থেকে ব্যর্থতাকে সঙ্গী করেই ফিরেছে ভারতীয় দল। তবে সেই রেশ এখনো কাটেনি। একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হয়েই চলেছে অস্ট্রেলিয়া সফর। এবার জানা গেল লম্বা এই সফরে ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন এক তারকা ক্রিকেটার। যার মধ্যে ১৭টি ব্যাট এবং তাঁর পরিবারসহ ব্যক্তিগত কর্মীদের জিনিসপত্র ছিল। লাগেজটির ওজন ছিল প্রায় ২৫০ কেজির মতো। এর পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) অর্থ খরচ করতে হয়েছে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭টি ব্যাগ বহনকারী খেলোয়াড় অন্যান্য খেলোয়াড়দের উপরও প্রভাব ফেলেছিলেন। তাঁরাও আলাদা আলাদা গাড়ি করে যাতায়াত শুরু করেন। এতে বিসিসিআই-এর খরচ বেড়ে গিয়েছিল এবং অসুবিধাও হচ্ছিল। তাই সফরের পর এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিসিসিআই। যার ফলে, ১০ দফা নিয়ম চালু করে তারা।

কিছু নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যেমন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কোনো খেলোয়াড়। নিলে নিজ ব্যবস্থায় নিতে হবে বোর্ড কোনো অর্থ খরচ করবে না। সফর ৪৫ দিনের বেশি হলে কেবল দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবে পরিবার। পাশাপাশি এখন থেকে টুর্নামেন্ট চলাকালীন কোনো খেলোয়াড় তাঁর ব্যক্তিগত স্টাফকে টিম হোটেলে রাখতে পারবেন না। অনুশীলনে সব খেলোয়াড়কেই টিম বাসে করে যেতে হবে। সফরের সময় ১৫০ কেজির বেশি লাগেজ বহন করার অনুমতি পাবেন না কোনো খেলোয়াড়। এর থেকে বেশি লাগেজ থাকলে অতিরিক্ত খরচ সেই খেলোয়াড়কেই বহন করতে হবে।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে না রাখার ব্যাপারে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই সফরে খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা কোনো সফরসঙ্গী থাকতে পারবেন না। একজন সিনিয়র খেলোয়াড় এ ব্যাপারে জানতে চেয়েছিল বটে, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে নীতিগত সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি এরপর কোনো পরিবর্তন আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যেহেতু সফরটি এক মাসেরও কম, তাই খেলোয়াড়দের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকবে না। যদি কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে সেই ক্রিকেটারকেই সম্পূর্ণ খরচ বহন করতে হবে, বিসিসিআই বহন করবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত