Ajker Patrika

বৃষ্টি বাগড়া দিলে ভারত-শ্রীলঙ্কা ফাইনালের কী হবে 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৬
বৃষ্টি বাগড়া দিলে ভারত-শ্রীলঙ্কা ফাইনালের কী হবে 

শ্রীলঙ্কার মাঠে ম্যাচের আগে যেন এখন সবারই নজর দেশটির আবহাওয়ার পূর্বাভাসের দিকে। কেননা, এবারের এশিয়া কাপে বাড়তি প্রতিপক্ষ হিসেবে যে বৃষ্টিও খেলছে। দ্বীপরাষ্ট্রে ‘বিনা নিমন্ত্রণেই’ চলে আসছে বেরসিক বৃষ্টি। ঝামেলা ছাড়া খেলা ঠিকমতো হবে কি না, তা নিয়েই থাকে শঙ্কা।

বৃষ্টির দুশ্চিন্তা থেকে বাদ যাচ্ছে না ২০২৩ এশিয়া কাপের ফাইনাল ম্যাচও। কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। অ্যাকুওয়েদারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া মেঘলা থাকবে। ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা, বেলা ১টা, সন্ধ্যা ৬টা, রাত ৮টা ও রাত ১০টায় বজ্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাতে স্থানীয় সময় বেলা ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও দেরি হওয়ার সম্ভাবনাই রয়েছে। ন্যূনতম ২০ ওভারের ম্যাচ শেষ না করতে পারলেও আজই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। ম্যাচ আগামীকাল রিজার্ভ ডেতে গড়াবে। আজ যতটুকু খেলা হবে, রিজার্ভ ডেতে বাকি অংশ থেকেই ম্যাচ শুরু হবে। 

এর আগে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। ১০ সেপ্টেম্বর প্রথম দিন ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করার পরই থেমে যায় ম্যাচ। এরপর পিচের ওপর ফোম ফেলে লাফালাফি করে শুকানোর চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। আর রিজার্ভ ডেতেও বৃষ্টি নষ্ট করেছিল তিন ঘণ্টার মতো সময়। ম্যাচের ফলও হয়েছিল একপেশে। ভারতের দেওয়া ৩৫৭-এর লক্ষ্যে পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের ২২৮ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন বিরাট কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত