Ajker Patrika

এক বছর পর কিউই দলে বোল্ট

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫: ১৪
এক বছর পর কিউই দলে বোল্ট

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে গত বছরের আগস্টে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এরপর থেকেই জাতীয় দলের হয়ে ওয়ানডে সংস্করণে খেলেননি অভিজ্ঞ এই পেসার। এবার বিশ্বকাপ সামনে রেখে তাঁকে দলে ফিরিয়েছে কিউইরা। 

এতে করে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন বোল্ট। বছরের শুরুতে এনজেডসির সঙ্গে ‘অনিয়মিত খেলোয়াড়ের চুক্তি’ করায় জাতীয় দলের দরজা আবার খুলেছে তাঁরা। অবশ্য কিছুদিন আগে ৩৪ বছর বয়সী পেসারকে বিশ্বকাপের স্কোয়াডে পাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন কোচ গ্যারি স্টিড। এমনকি বোল্টের সঙ্গে আলোচনাও করেছেন কিউই কোচ। 

মাঝে অবশ্য গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন বোল্ট। এরপর আর কোনো সংস্করণেই খেলেননি তিনি। কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সময় পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথা জানালেও আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার বিষয়টি ছিল বোল্টের মনে মনে। চুক্তি থেকে বেরিয়ে এসে আইপিএল, বিগ ব্যাশসহ আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে দলে বোল্টের সঙ্গে ফিরেছেন কাইল জেমিসনও। গত মাসে অবশ্য কিউইদের হয়ে টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন দীর্ঘদেহী পেসার। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন কেন উইলিয়ামসন। সর্বশেষ আইপিএলে চোটে পরে ফেরার অপেক্ষায় আছেন তিনি। 

বোল্ট এবং জেমিসন ফেরায় খুশি হয়েছেন কিউই কোচ স্টিড। তিনি বলেছেন, ‘ট্রেন্টকে আমাদের ওয়ানডে দলে আবারও স্বাগত জানানো দুর্দান্ত এক ব্যাপার। ভারত বিশ্বকাপের জন্য সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সঙ্গে জেমিসন চোট কাটিয়ে ফিরে আসাতেও আমরা খুশি হয়েছি। কিছুদিন আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছে।’ 

আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ৮ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ সেপ্টেম্বর। এই সিরিজ শেষেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ অক্টোবর মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে তারা পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। 

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: 

টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়ং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত