Ajker Patrika

মেয়েদের আইপিএলে এত বিতর্কের কাহিনি কী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২২
দিল্লি-মুম্বাই ম্যাচ নিয়ে রান আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবি: এএফপি
দিল্লি-মুম্বাই ম্যাচ নিয়ে রান আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবি: এএফপি

ভাদোদারায় গত রাতে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। শেষ বলের রোমাঞ্চে দিল্লি পেয়েছে ২ উইকেটের জয়। তবে রুদ্ধশ্বাস ম্যাচের কয়েকটি ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন। বিতর্কিত ঘটনাগুলো নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটারও।

দিল্লি-মুম্বাই ম্যাচে কমপক্ষে তিনটি রান আউট নিয়ে বিতর্ক উঠেছে। তৃতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান সেগুলো নট আউট দিয়েছেন। কারণ, স্টাম্পে বল আঘাত করার পর এলইডি বাতি ঠিকঠাক জ্বলেনি। এর মধ্যে দুটি বিতর্কিত রানআউট নিয়ে কথা বলেছেন মিতালি রাজ। সেগুলো মুম্বাইয়ের পক্ষে আসা উচিত ছিল বলে মনে করেন ভারতীয় এই কিংবদন্তি নারী ক্রিকেটার, যার একটি হলো দিল্লির ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে দুই ব্যাটার রাধা যাদব ও নিকি প্রসাদের মধ্যে ভুল বোঝাবুঝি। মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার সাইকা ইশাককে কভার পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে আবার স্ট্রাইক প্রান্তে দৌড় দেন রাধা। তখন মুম্বাইয়ের উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়া স্টাম্প ভেঙে দেন।

রাধাকে এক্ষেত্রে আউট দেওয়া উচিত ছিল বলে মনে করেন মিতালি। ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মিতালি ম্যাচ শেষে জিও হটস্টারকে বলেন, ‘যখন আপনি ডাইভ দেবেন এবং দাগের ভেতরে ব্যাট প্রথমে স্পর্শ করবেন। তারপর ব্যাটটা একটু উঁচুতে উঠে যেতে পারে। কারণ, আপনাকে পুরোপুরি ডাইভ দিতে হবে। তবে রাধা যাদবের ক্ষেত্রে ব্যাটের ব্লেড ওপরে দেখা গেছে। এলইডি বাতি যখন জ্বলেছে, কোনোভাবেই সেটা দাগের ভেতরে স্পর্শ করেনি। তার মানে সে (রাধা) আউট।’

মিতালির খটকা লাগার আরেকটি ঘটনা ঘটেছে দিল্লির ইনিংসের ১৮তম ওভারের চতুর্থ বলে। হেইলি ম্যাথুসের বল মিস করেন দিল্লির শিখা পান্ডে। বাই রান নিতে গেলে সতীর্থ নিকি তাঁকে (শিখা) ফেরত পাঠান। তখন সরাসরি থ্রোতে স্ট্রাইকপ্রান্তের স্টাম্প ভেঙে দেন ভাটিয়া। স্টাম্পে লাগার পর বাড়তি রান নিয়েছেন নিকি ও শিখা। তৃতীয় আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করেন। মিতালি বলেন, ‘পান্ডিয়াকে নট আউট দেওয়া হয়েছিল। যেখানে তার ব্যাট ছিল লাইনের ওপরে।’

ইনিংসের শেষ বলে সাজানা সঞ্জীবনকে তুলে মারতে যান অরুন্ধতি রেড্ডি। হারমানপ্রীত কৌর বলটা ধরে ভাটিয়ার দিকে থ্রো করেন। ভাটিয়া ভেঙে দিয়েছেন স্ট্রাইকপ্রান্তের স্টাম্প। প্রাণপণে দৌঁড়াতে থাকা রেড্ডি ডাইভ দিয়েছেন। তৃতীয় আম্পায়ার দেখার পর দিয়েছেন নট আউটের সিদ্ধান্ত।

দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিং পেয়ে ১৯.১ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে দিল্লি শেষ বল পর্যন্ত খেলে ৮ উইকেটে ১৬৪ করেছে। ৩৩ বলে ৩৫ রান করা দিল্লির নিকি হয়েছেন ম্যাচসেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত