Ajker Patrika

৪৮ ঘণ্টার মধ্যে শীর্ষস্থান হারাল পাকিস্তান

আপডেট : ০৮ মে ২০২৩, ১১: ৩৪
৪৮ ঘণ্টার মধ্যে শীর্ষস্থান হারাল পাকিস্তান

নিজেদের ইতিহাসে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এবারই প্রথম শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে সেই সিংহাসন বেশি দিন ধরে রাখতে পারেনি তারা। দুই দিনের ব্যবধানে শীর্ষস্থান হারাল বাবর আজমের দল। 

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গত শুক্রবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। কিউইদের ১০২ রানে হারায় পাকিস্তান। রেটিংয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন বাবররা। পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১১৩.৪৮৩ আর অস্ট্রেলিয়ার ছিল ১১৩.২৮৬। তবে গতকালই শীর্ষস্থান থেকে তিনে নেমে গেছে পাকিস্তান। একই মাঠে গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের কাছে ৪৭ রানে হেরে যায় পাকিস্তান। বাবরদের পরাজয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে হারানো সিংহাসন ফেরত পায় অস্ট্রেলিয়া। 

শেষ ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান নিশ্চিত করে ফেলে অনেক আগেই। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জেতে পাকিস্তান। সিরিজসেরা হয়েছেন ফখর জামান। ৯০.৭৫ গড়ে ২ সেঞ্চুরিতে ৩৬৩ রান করেন তিনি। বিশ্বের ১২তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন ফখর। ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড তিনিই গড়েন। ৬৭ ইনিংসে ৩০০০ রান করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত