২০২৩-২৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে কিউইদের ঘরের মাঠে ক্রিকেটের নতুন মৌসুম।
নিউজিল্যান্ড সফরে এ বছরের ডিসেম্বরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। বাংলাদেশ-নিউজিল্যান্ড এই ছয় ম্যাচ খেলবে চার ভেন্যুতে।
বাংলাদেশের পরে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—এই তিন দল নিউজিল্যান্ড সফরে যাবে। এ ছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দল ও ইংল্যান্ড নারী ক্রিকেট দলও নিউজিল্যান্ড সফর করবে। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ ব্যাপারে বলেন, ‘শক্তির কার্যকারিতা নীতি অনুযায়ী আমাদের কৌশল ঠিকই আছে। জলবায়ু পরিবর্তনে আমরা এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তাতে খেলার সংস্থা হিসেবে আমরা ঠিকই করেছি। ভেন্যুর আলোর কথা চিন্তা করে সূচিতে টানা কয়েকটি রাতের ম্যাচ ও দিনের ম্যাচ রেখেছি পরিবার, বয়স্ক সবার সুবিধার কথা চিন্তা করেই।’
২০২১ থেকে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন সংস্করণ মিলে খেলেছে ১২ ম্যাচ। ১২ ম্যাচের মধ্যে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচই শুধু বাংলাদেশ জিতেছে। ২০২১-এর ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ), ২০২২-এর ক্রাইস্টচার্চ টেস্ট, ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান)—সব ম্যাচ হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি:
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসন
তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি ২৭ ডিসেম্বর নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই
২০২৩-২৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে কিউইদের ঘরের মাঠে ক্রিকেটের নতুন মৌসুম।
নিউজিল্যান্ড সফরে এ বছরের ডিসেম্বরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। বাংলাদেশ-নিউজিল্যান্ড এই ছয় ম্যাচ খেলবে চার ভেন্যুতে।
বাংলাদেশের পরে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—এই তিন দল নিউজিল্যান্ড সফরে যাবে। এ ছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দল ও ইংল্যান্ড নারী ক্রিকেট দলও নিউজিল্যান্ড সফর করবে। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ ব্যাপারে বলেন, ‘শক্তির কার্যকারিতা নীতি অনুযায়ী আমাদের কৌশল ঠিকই আছে। জলবায়ু পরিবর্তনে আমরা এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তাতে খেলার সংস্থা হিসেবে আমরা ঠিকই করেছি। ভেন্যুর আলোর কথা চিন্তা করে সূচিতে টানা কয়েকটি রাতের ম্যাচ ও দিনের ম্যাচ রেখেছি পরিবার, বয়স্ক সবার সুবিধার কথা চিন্তা করেই।’
২০২১ থেকে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন সংস্করণ মিলে খেলেছে ১২ ম্যাচ। ১২ ম্যাচের মধ্যে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচই শুধু বাংলাদেশ জিতেছে। ২০২১-এর ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ), ২০২২-এর ক্রাইস্টচার্চ টেস্ট, ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান)—সব ম্যাচ হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি:
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসন
তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি ২৭ ডিসেম্বর নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুই
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১০ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১২ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১২ ঘণ্টা আগে