Ajker Patrika

বাজে রেকর্ডে ভারতকেও ছাড়িয়ে গেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫৩
ভারতের উদযাপনের বিপরীতে ইংল্যান্ডের হতাশা। চলমান সিরিজের নিয়মিত চিত্র এটাই। ছবি: ক্রিকইনফো
ভারতের উদযাপনের বিপরীতে ইংল্যান্ডের হতাশা। চলমান সিরিজের নিয়মিত চিত্র এটাই। ছবি: ক্রিকইনফো

ভারতের বিপক্ষে চলমান সিরিজে ইংল্যান্ড পাচ্ছে শুধু হতাশা আর হতাশা। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে সর্বসাকল্যে খেলেছে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। ইংল্যান্ডের জয় কেবল ১ টি-টোয়েন্টি। চলমান সিরিজে ইংলিশরা এবার নাম লিখিয়েছে বিব্রতকর এক রেকর্ডে।

ঝোড়ো শুরু করেও জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড স্কোরবোর্ডে আশানুরূপ রান জমা করতে পারছে না। নাগপুরে ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে গুটিয়ে গেছে ২৫০-এর আগেই। কটকের বরাবাতি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৩০৪ রান করেও হেরেছে ইংলিশরা। তাতে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করে ২৮ ম্যাচ হেরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ইংলিশরা এখানে পেছনে ফেলেছে ভারতকেই। এশিয়ার দলটি ৩০০ বা তার বেশি রান করে হেরেছে ২৭ ওয়ানডে।

ওয়ানডেতে সর্বোচ্চ ১৩৬ ম্যাচে ৩০০ বা তার বেশি রান করেছে ভারত। এই তালিকায় দুই ও তিনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিরা ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেছে ১২২ ম্যাচে। ক্রিকেটের এই সংস্করণে ইংল্যান্ড ৯৯ বার ৩০০-এর গণ্ডি পেরিয়েছে।

কটকে গতকাল ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩০৪ রানে গুটিয়ে গেছে। ৩৩ বল হাতে রেখে ৪ উইকেটে ভারত ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজটাও অগ্রিম জিতে নিল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে সময়টা খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ১৫ মাসে ইংলিশরা ওয়ানডেতে এখনো পর্যন্ত চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। হেরেছে চার সিরিজই। যার মধ্যে দুটি সিরিজ হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা হেরেছে একটি করে সিরিজ।

ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করার পরও হারা ম্যাচের রেকর্ড
দল ম্যাচ হার
ইংল্যান্ড২৮
ভারত২৭
ওয়েস্ট ইন্ডিজ২৩
শ্রীলঙ্কা১৯
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত