Ajker Patrika

ক্ষমতায় গেলে ফরমে ধর্ম পরিচয়ের অপশন না রাখার চেষ্টা করব: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
ক্ষমতায় গেলে ফরমে ধর্ম পরিচয়ের অপশন না রাখার চেষ্টা করব: মঈন খান

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্প্রতি আরও মজবুত করতে কোনো ফরমে ধর্ম পরিচয়ের অপশন না রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। 

আজ শনিবার বিকেলে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার রাবান উচ্চ বিদ্যালয় দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। 

মঈন খান বলেন, ‘প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের নীতি এবং আমরা যে রাজনীতি করি, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক রাজনীতি।’ 

মঈন খান আরও বলেন, ‘ভবিষ্যতে যদি আমার দলকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে চেষ্টা করব বাংলাদেশের কোনো ফরমে যেন এই প্রশ্ন না থাকে, কে কোন ধর্মাবলম্বী। আমি চাই, এই অপশনটি বাদ দেওয়া হোক। আমরা বাংলাদেশি, আমরা একজন মানুষ, সেটাই কি আমার যথেষ্ট পরিচয় নয়? আমি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিষ্টান, সেটাতো কোনো দিন মানুষের পরিচয় হতে পারে না। আপনারা জানেন আমি ন্যায়নীতিতে বিশ্বাসী, যেটা সঠিক মনে করি সেই কথাই বলি।’ 

জিনারদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, রাবান দুর্গামন্দির কমিটির সভাপতি জাদব কর, সাবেক ইউপি মেম্বার যানকিবসুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত