Ajker Patrika

দেশ পুনর্গঠনে বিএনপিকেই আবার দায়িত্ব নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২১: ১৩
জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশে মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা
জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশে মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ‘নতুন এক যুগে প্রবেশ’ করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠনের দায়িত্ব আবারও বিএনপির ওপরই বর্তেছে।

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে গত বছরের গণ-অভ্যুত্থানে শহীদ ৭৮ জন যুবদল কর্মীসহ গুরুত্বপূর্ণ অবদান রাখা শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেওয়া হয়। এই তালিকায় ছিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের প্রত্যেকের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন যুবদল নেতারা।

গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা দুঃসময় পার করে এখন একধরনের ট্রানজিশন পিরিয়ডে আছি। সামনে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন ও সুযোগ এসেছে, আর এটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ‘ধ্বংসপ্রাপ্ত’ এবং অতীতের মতো এবারও বিএনপির ওপরই দায়িত্ব পড়েছে দেশকে পুনর্গঠনের।

ছাত্রদলের গতকাল রোববারের সভায় তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতা সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর ভাষণ শুনে আমার মনে হয়েছে, মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত কথা—আই হ্যাভ আ ড্রিম। তারেক রহমানও একটি স্বপ্ন দেখছেন, হি হ্যাজ আ ড্রিম, ইনশা আল্লাহ আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে যাব।’

চক্রান্ত-ষড়যন্ত্রের হুঁশিয়ারি করে বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, ‘দেশে এখন নতুন করে একটি ষড়যন্ত্র চলছে, যাতে গণতান্ত্রিক ট্রানজিশন ব্যর্থ হয়। কিন্তু আমরা বিশ্বাস করি, যুবদল-ছাত্রদল যত দিন আছে, তত দিন এই দেশে গণতন্ত্র ধ্বংসের কোনো ষড়যন্ত্র সফল হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর এবং পরে তারেক রহমানের নেতৃত্বে প্রায় ছয় বছর ধরে চলা আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা যাদের হারিয়েছি, তাদের তো আর ফিরে পাব না। কিন্তু তাদের আত্মত্যাগে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত