কুষ্টিয়া প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. খাইরুল ইসলাম নামে এক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নৈশপ্রহরী। দেশের সকল অনিয়ম, দুর্নীতি, ঘুষ, অপরাধ দূর করাসহ মানুষকে টাকা-পয়সা ছাড়াই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
খাইরুল ইসলামের বাড়ি কুমারখালীর চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নজর আলী শেখের ছেলে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাশী মো. খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। আল্লাহর নির্দেশে ২০০৮ সাল থেকে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হয়ে দেশের সকল অনিয়ম, দুর্নীতি, ঘুষ, অপরাধ দূর করব। মানুষকে পয়সা ছাড়াই চাকরি দেব।’
সরকারি চাকরিজীবী হয়ে নির্বাচনে অংশ নেওয়া যায় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী গেজেটে স্পষ্টভাবে কোনো চাকরিজীবীর কথা উল্লেখ নেই। সে জন্য আমি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
কুমারখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নীতিমালা অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদি কেউ প্রার্থী হয়, তাহলে যাচাই বাছাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।’
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৯ হাজার ৭৩৩ জন, মহিলা ভোটার এক লাখ ৯৬ হাজার ৮৬০ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ২ জন।
নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তাঁরা হলেন—আওয়ামী লীগ মনোনীত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ (স্বতন্ত্র), তৃণমূল বিএনপির আবু সামস খালেকুজ্জামান, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) আইনুদ্দিন, নৈশপ্রহরী খাইরুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ কংগ্রেসের রাশিদুল ইসলাম, জাকের পার্টির ফারুক হোসেন, এনপিপির শহিদুল ইসলাম ও বিএনএফর হারুনার রশিদ।
কুমারখালী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোনো ত্রুটি থাকলে প্রার্থিতা বাতিল করা হবে।’
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. খাইরুল ইসলাম নামে এক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নৈশপ্রহরী। দেশের সকল অনিয়ম, দুর্নীতি, ঘুষ, অপরাধ দূর করাসহ মানুষকে টাকা-পয়সা ছাড়াই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
খাইরুল ইসলামের বাড়ি কুমারখালীর চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নজর আলী শেখের ছেলে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাশী মো. খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। আল্লাহর নির্দেশে ২০০৮ সাল থেকে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হয়ে দেশের সকল অনিয়ম, দুর্নীতি, ঘুষ, অপরাধ দূর করব। মানুষকে পয়সা ছাড়াই চাকরি দেব।’
সরকারি চাকরিজীবী হয়ে নির্বাচনে অংশ নেওয়া যায় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী গেজেটে স্পষ্টভাবে কোনো চাকরিজীবীর কথা উল্লেখ নেই। সে জন্য আমি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
কুমারখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নীতিমালা অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদি কেউ প্রার্থী হয়, তাহলে যাচাই বাছাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।’
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৯ হাজার ৭৩৩ জন, মহিলা ভোটার এক লাখ ৯৬ হাজার ৮৬০ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ২ জন।
নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তাঁরা হলেন—আওয়ামী লীগ মনোনীত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ (স্বতন্ত্র), তৃণমূল বিএনপির আবু সামস খালেকুজ্জামান, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) আইনুদ্দিন, নৈশপ্রহরী খাইরুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ কংগ্রেসের রাশিদুল ইসলাম, জাকের পার্টির ফারুক হোসেন, এনপিপির শহিদুল ইসলাম ও বিএনএফর হারুনার রশিদ।
কুমারখালী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোনো ত্রুটি থাকলে প্রার্থিতা বাতিল করা হবে।’
গতবছর সরকার পতনের আগে উত্তাল জুলাই ও আগস্ট মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তাঁর ফুপু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের একটি রেকর্ড ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
৪ ঘণ্টা আগেসুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে তৈরি ‘জাতীয় সনদ’ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের কার্যালয়ে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে তুলে দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এ
৮ ঘণ্টা আগেএকাত্তরের স্বাধীনতাযুদ্ধে পরাজিত ব্যক্তিরাই একাত্তরের সংবিধান পুরোটা বাদ দিতে চান বা পরিবর্তন করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ‘৭১-এর সংবিধান রচিত হয়েছে মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বকে ঘিরে। সংবিধানকে সংস্কার করা যাবে, কিন্তু সংবি
৯ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ‘নতুন এক যুগে প্রবেশ’ করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠনের দায়িত্ব আবারও বিএনপির ওপরই বর্তেছে।
৯ ঘণ্টা আগে