Ajker Patrika

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে সরকারের পক্ষ থকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

এদিকে ২৫ ফেব্রুয়ারি সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায়ের রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আগামীকাল মঙ্গলবার সকালে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও দলটি তাদের মনোভাব প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে। অপরাধীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে সংস্কার কার্যক্রমে সরকারের প্রতি তাদের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে নায়েবে আমির আবদুল্লাহ মো. তাহের কলটি কেটে দেন।

জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আজ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কর্মসূচি দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলের আছে। আমরা চাই, সেটা নিয়মতান্ত্রিক হোক। এটার কারণে আইনশৃঙ্খলার অবনতি না হোক। জামায়াত নেতার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত