Ajker Patrika

অনিয়ম করে কেন্দ্রে ইউপি প্রার্থীর নাম পাঠালে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনিয়ম করে কেন্দ্রে ইউপি প্রার্থীর নাম পাঠালে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

তৃণমূল থেকে পাঠানো তালিকা থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেন্দ্রে নাম পাঠানোর বিষয়ে তৃণমূলের কয়েক জায়গায় অনিয়ম হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ জমা হয়েছে। এ অনিয়মের খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রমাণ পাওয়ামাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না এবং এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাঁদের ভবিষ্যতে কোনো পদ-পদবি ও মনোনয়ন দেওয়া হবে না। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। তৃণমূল পর্যন্ত নারীদের প্রতিনিধিত্ব বাস্তবায়নের বিষয়ে সবাইকে মনোযোগ দিতে হবে। দলীয় নেতাদের এ ব্যাপারে আরও মনোযোগ দিতে হবে। তিনি বলেন, আরপিও অনুযায়ী নেতৃত্বে নারীদের ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব থাকার কথা। কিন্তু এখন ২২ শতাংশ আছে, যা অন্য নিবন্ধিত দলের চেয়ে বেশি। এ ব্যাপারে লক্ষ্য পূরণ করতে সবাইকে আরও তৎপর হতে হবে। 

বাংলাদেশকে সরকার নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল ও মিষ্টি নিয়ে অপেক্ষা করে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। 

বিএনপির গণ-আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ এখন তাদের এ গণ-আন্দোলনের আহ্বানের ডাক শুনলে হাসে। কারণ ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু জনগণ তো দূরের কথা, তাদের নেতা-কর্মীই সাড়া দেয়নি। দেশে এই মুহূর্তে গণ-আন্দোলনের বস্তুগত কোনো উপাদান নাই, অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।’ 

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিকে ভোটে আসবে না, আবার নির্বাচিত হয়েও মির্জা ফখরুল ইসলাম সংসদে যাবে না, সংসদে তো বিএনপির প্রতিনিধিও রয়েছে। তাহলে একদলীয় শাসন হয় কীভাবে? বিএনপি বহুদলীয় গণতন্ত্রের মুখোশের আড়ালে যা করেছিল, জাতি তা ভুলে যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত