বগুড়া প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে এখন ডেমোক্রেসি নেই, এখন চলছে আওয়ামীক্রেসি। কারণ, এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাব মুক্ত হতে পারছেন না। দেশকে আমাদের আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’
আজ রোববার বগুড়া জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘নির্বাচনের জন্য যাঁরা কাজ করছেন, তাঁরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। নির্বাচনের পরে যাঁরা সুবিধা ভোগ করছেন, তাঁরাও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেখানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটাকে গণতন্ত্র বলা যায় না, এটা আওয়ামী লীগতন্ত্র। এখন আমাদের দেশকে আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে মানুষ গ্রহণ করে না, তার একটি প্রধান কারণ জাতীয় পার্টির সবচেয়ে ক্ষতি করেছে বর্তমান সরকার আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ধ্বংস ও দুর্বল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে জাতীয় পার্টি কোনো দিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি।’
আওয়ামী লীগ জাতীয় পার্টির ক্ষতি করেছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির যে স্বাধীন রাজনীতি আছে, এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি। জাতীয় পার্টি ছিল সব সময় আওয়ামী লীগের বি টিম। আমরা যতবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ততবারই আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্বাধীন রাজনীতি করতে পারিনি। এখনো এই ষড়যন্ত্র চলছে। যারা জাতীয় পার্টি থেকে চলে গেছে কিংবা বহিষ্কার হয়েছে, তাদের সামনে এনে প্রচার করা হচ্ছে আমরা বিভাজিত হয়েছি—এটা প্রচার করছে সরকার। এর সমাধান হচ্ছে জনগণের জন্য কাজ করতে হবে। এ জন্য রাজপথে থাকতে হবে। জনগণ যে রাজনীতি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে সেটাই করতে হবে।’
শহরের শহীদ টিটু মিলনায়তনে আজ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইমলাম মাহমুদ, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব নূরুল ইসলাম ওমর।
সম্মেলনে প্রস্তাবিত নামের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে বগুড়া জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হবে বলে মুজিবুল হক চুন্নু জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে এখন ডেমোক্রেসি নেই, এখন চলছে আওয়ামীক্রেসি। কারণ, এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাব মুক্ত হতে পারছেন না। দেশকে আমাদের আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’
আজ রোববার বগুড়া জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘নির্বাচনের জন্য যাঁরা কাজ করছেন, তাঁরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। নির্বাচনের পরে যাঁরা সুবিধা ভোগ করছেন, তাঁরাও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেখানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটাকে গণতন্ত্র বলা যায় না, এটা আওয়ামী লীগতন্ত্র। এখন আমাদের দেশকে আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে মানুষ গ্রহণ করে না, তার একটি প্রধান কারণ জাতীয় পার্টির সবচেয়ে ক্ষতি করেছে বর্তমান সরকার আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ধ্বংস ও দুর্বল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে জাতীয় পার্টি কোনো দিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি।’
আওয়ামী লীগ জাতীয় পার্টির ক্ষতি করেছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির যে স্বাধীন রাজনীতি আছে, এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি। জাতীয় পার্টি ছিল সব সময় আওয়ামী লীগের বি টিম। আমরা যতবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ততবারই আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্বাধীন রাজনীতি করতে পারিনি। এখনো এই ষড়যন্ত্র চলছে। যারা জাতীয় পার্টি থেকে চলে গেছে কিংবা বহিষ্কার হয়েছে, তাদের সামনে এনে প্রচার করা হচ্ছে আমরা বিভাজিত হয়েছি—এটা প্রচার করছে সরকার। এর সমাধান হচ্ছে জনগণের জন্য কাজ করতে হবে। এ জন্য রাজপথে থাকতে হবে। জনগণ যে রাজনীতি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে সেটাই করতে হবে।’
শহরের শহীদ টিটু মিলনায়তনে আজ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইমলাম মাহমুদ, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব নূরুল ইসলাম ওমর।
সম্মেলনে প্রস্তাবিত নামের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে বগুড়া জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হবে বলে মুজিবুল হক চুন্নু জানান।
গতবছর সরকার পতনের আগে উত্তাল জুলাই ও আগস্ট মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তাঁর ফুপু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের একটি রেকর্ড ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
৪ ঘণ্টা আগেসুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে তৈরি ‘জাতীয় সনদ’ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের কার্যালয়ে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে তুলে দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এ
৮ ঘণ্টা আগেএকাত্তরের স্বাধীনতাযুদ্ধে পরাজিত ব্যক্তিরাই একাত্তরের সংবিধান পুরোটা বাদ দিতে চান বা পরিবর্তন করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ‘৭১-এর সংবিধান রচিত হয়েছে মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বকে ঘিরে। সংবিধানকে সংস্কার করা যাবে, কিন্তু সংবি
৯ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ‘নতুন এক যুগে প্রবেশ’ করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠনের দায়িত্ব আবারও বিএনপির ওপরই বর্তেছে।
৯ ঘণ্টা আগে