নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘আমরা আর মামুরা নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয়। এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এখানে ভোটাররা যেতে পারবে না।’
আজ রোববার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে; তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।’
জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’
২৬ ডিসেম্বর থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। আগের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও সেদিনই নতুন ঘোষণা দিয়ে শনিবার পর্যন্ত এই কর্মসূচি বাড়ানো হয়। এ দিনই আবার কর্মসূচির সময় বাড়ানোর নতুন ঘোষণা আসে। এই ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে, কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত, স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। আমাদের বিশ্বাস, জনগণ আমাদের সঙ্গে আছে, বিজয় আসবেই। ২০২৪ সালেই সরকারের পতন হবে।’
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘আমরা আর মামুরা নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয়। এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এখানে ভোটাররা যেতে পারবে না।’
আজ রোববার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে; তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।’
জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’
২৬ ডিসেম্বর থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। আগের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও সেদিনই নতুন ঘোষণা দিয়ে শনিবার পর্যন্ত এই কর্মসূচি বাড়ানো হয়। এ দিনই আবার কর্মসূচির সময় বাড়ানোর নতুন ঘোষণা আসে। এই ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে, কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত, স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। আমাদের বিশ্বাস, জনগণ আমাদের সঙ্গে আছে, বিজয় আসবেই। ২০২৪ সালেই সরকারের পতন হবে।’
আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘একটি কথা বলা হচ্ছে যে, অংশগ্রহণমূলক নির্বাচন (ইনক্লুসিভ ইলেকশন), আমি মনে করি একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব
৬ ঘণ্টা আগেসারোয়ার তুষারকে কো-অর্ডিনেটর করে ৪ সদস্যের ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেসংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনোই প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে, সংস্কার ও নির্বাচন উভয়টি প্রয়োজন। সুতরাং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনো প্রয়োজন নেই।
৮ ঘণ্টা আগেসংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ভেবেচিন্তে মত দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার জন্য আমি অনুরোধ করব, যাতে সবাইকে নিয়ে সামনের...
৮ ঘণ্টা আগে