Ajker Patrika

আন্দোলনকারীদের চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে বৈষম্য হবে না: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনকারীদের চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে বৈষম্য হবে না: আমির হোসেন আমু

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের চিকিৎসা ও আইনি প্রক্রিয়া গ্রহণে কোনো বৈষম্য হবে না উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যেমন কে কোন দল করল সেটা বিবেচনায় আনা হবে না, তেমনই দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না। 

হতাহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি। 

শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় ১৪ দলের শরিক নেতারাও উপস্থিত ছিলেন। 

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমির হোসেন আমু বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাঁদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার। 

এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয় উল্লেখ করে আমু বলেন, এই ধরনের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা। এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। ১৪ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত। 

তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করুন। 

এর আগে ১৪ দলের নেতারা হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর খোঁজখবর নেন ও তাঁদের সঙ্গে কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত