Ajker Patrika

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড রহস্যজনক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২০: ৪৬
বঙ্গবাজারের অগ্নিকাণ্ড রহস্যজনক: মির্জা ফখরুল

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহির অভাবে এ ধরনের মর্মস্পর্শী ঘটনা বারবার ঘটছে। 

বিবৃতিতে ফখরুল অভিযোগ করেন, অতীতে এ ধরনের ঘটনা যেগুলো ঘটেছে, সেগুলোর তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না। 

বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান বিএনপির মহাসচিব। 

এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। পরিদর্শনকালে আসন্ন ঈদুল ফিতরের আগে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের দাবি জানান তিনি। আগুনের ঘটনা পরিকল্পিত কি না সে বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি অগ্নিনির্বাপণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আব্দুস সালাম। তিনি বলেন, ‘আজকে হাজার-হাজার কোটি টাকা উন্নয়নের নামে সরকার খরচ করছে। অথচ মানুষের জীবনমান ও নিরাপত্তা বিধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত