মো. ইকবাল হোসেন
ভাত-আলুভর্তা খাওয়া
আলুভর্তা আর ভাত নিঃসন্দেহে বেশ মজাদার খাবার। অনেকেই সকালের নাশতায় ভাত আর আলুভর্তা খেয়ে থাকেন। খেয়াল করেছেন কি, ভাত ও আলু দুটিই শর্করাযুক্ত খাবার? স্বাদের পার্থক্য ছাড়া ভাত ও আলুভাজি একই জিনিস। এ খাবারে মুখের তৃপ্তি মিটলেও শরীরের পুষ্টির চাহিদা মিটবে না।
যা করতে পারেন
ভাত ও আলুভর্তার সঙ্গে একটা সেদ্ধ ডিম আর একটু শাকসবজি বা সালাদ থাকলেই এটি ব্যালান্স ডায়েট হয়ে যাবে।
রুটি-আলুভাজি খাওয়া
আমাদের অনেকেরই সকালের খুব পছন্দের নাশতা রুটি-আলু ভাজা। ভাত-আলুভর্তার মতো এই খাবার দুটিও শর্করাযুক্ত। এ খাবারে শরীরে প্রোটিনের ঘাটতি হবে।
যা করতে পারেন
রুটি-আলুভাজির সঙ্গে একটা সেদ্ধ ডিম বা এক টুকরা মাংস, সঙ্গে একটু শাকসবজি বা সালাদ রাখুন। তাহলেই আপনার শরীরের পুষ্টির চাহিদা মিটবে।
চা-বিস্কুট
হালকা নাশতা হিসেবে চা-বিস্কুট খাওয়া যেতে পারে। কিন্তু সকালের নাশতাটাই সেরে নেবেন চা-বিস্কুট দিয়ে, তা কিন্তু করা যাবে না। এটিও সম্পূর্ণভাবে শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
প্রধান খাবার হিসেবে না খেয়ে চা-বিস্কুট খেতে হবে হালকা নাশতা হিসেবে। নাশতা হিসেবে চায়ের সঙ্গে বিস্কুট ছাড়াও মুড়ি, পপকর্ন, চিড়াভাজা বা দুই স্লাইস পাউরুটি খেতে পারেন।
পরোটা/রুটি-চা খাওয়া
চট্টগ্রামের মানুষের ভীষণ পছন্দের খাবার চা-পরোটা। পরোটা থেকে শর্করা ও চর্বি পাওয়া যায়। চায়ের চিনি থেকেও শর্করা পাওয়া যায়। এটিও সম্পূর্ণ শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
রুটি বা পরোটার সঙ্গে একটা ডিম বা এক টুকরা মাংস বা একটু ঘন ডাল রাখুন। সঙ্গে অবশ্যই একটু সবজি বা সালাদ রাখবেন। ব্যস, হয়ে গেল আপনার ব্যালান্স ডায়েট। চা অবশ্যই খাবেন, তবে সেটা নাশতা খাওয়ার ২০-৩০ মিনিট পরে, আলাদা করে।
খাওয়ার পরেই ঘুম
অনেকেই আছেন রাতে খাওয়া শেষ করেই শুয়ে পড়েন। এটা করা যাবে না। এতে খাবার পরিপাকে সমস্যা হতে পারে। অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এমনকি ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে।
যা করতে পারেন
রাত ৮-৯টার মধ্যে রাতের খাবার খেতে চেষ্টা করুন। খাওয়ার অন্তত ৪০ মিনিট পরে শুতে যান। ততক্ষণ বসে বসে পরিবারের সবার সঙ্গে গল্প করুন বা টিভি দেখুন বা বই পড়ুন বা ঘরের ভেতরে হাঁটাহাঁটি করুন।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
ভাত-আলুভর্তা খাওয়া
আলুভর্তা আর ভাত নিঃসন্দেহে বেশ মজাদার খাবার। অনেকেই সকালের নাশতায় ভাত আর আলুভর্তা খেয়ে থাকেন। খেয়াল করেছেন কি, ভাত ও আলু দুটিই শর্করাযুক্ত খাবার? স্বাদের পার্থক্য ছাড়া ভাত ও আলুভাজি একই জিনিস। এ খাবারে মুখের তৃপ্তি মিটলেও শরীরের পুষ্টির চাহিদা মিটবে না।
যা করতে পারেন
ভাত ও আলুভর্তার সঙ্গে একটা সেদ্ধ ডিম আর একটু শাকসবজি বা সালাদ থাকলেই এটি ব্যালান্স ডায়েট হয়ে যাবে।
রুটি-আলুভাজি খাওয়া
আমাদের অনেকেরই সকালের খুব পছন্দের নাশতা রুটি-আলু ভাজা। ভাত-আলুভর্তার মতো এই খাবার দুটিও শর্করাযুক্ত। এ খাবারে শরীরে প্রোটিনের ঘাটতি হবে।
যা করতে পারেন
রুটি-আলুভাজির সঙ্গে একটা সেদ্ধ ডিম বা এক টুকরা মাংস, সঙ্গে একটু শাকসবজি বা সালাদ রাখুন। তাহলেই আপনার শরীরের পুষ্টির চাহিদা মিটবে।
চা-বিস্কুট
হালকা নাশতা হিসেবে চা-বিস্কুট খাওয়া যেতে পারে। কিন্তু সকালের নাশতাটাই সেরে নেবেন চা-বিস্কুট দিয়ে, তা কিন্তু করা যাবে না। এটিও সম্পূর্ণভাবে শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
প্রধান খাবার হিসেবে না খেয়ে চা-বিস্কুট খেতে হবে হালকা নাশতা হিসেবে। নাশতা হিসেবে চায়ের সঙ্গে বিস্কুট ছাড়াও মুড়ি, পপকর্ন, চিড়াভাজা বা দুই স্লাইস পাউরুটি খেতে পারেন।
পরোটা/রুটি-চা খাওয়া
চট্টগ্রামের মানুষের ভীষণ পছন্দের খাবার চা-পরোটা। পরোটা থেকে শর্করা ও চর্বি পাওয়া যায়। চায়ের চিনি থেকেও শর্করা পাওয়া যায়। এটিও সম্পূর্ণ শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
রুটি বা পরোটার সঙ্গে একটা ডিম বা এক টুকরা মাংস বা একটু ঘন ডাল রাখুন। সঙ্গে অবশ্যই একটু সবজি বা সালাদ রাখবেন। ব্যস, হয়ে গেল আপনার ব্যালান্স ডায়েট। চা অবশ্যই খাবেন, তবে সেটা নাশতা খাওয়ার ২০-৩০ মিনিট পরে, আলাদা করে।
খাওয়ার পরেই ঘুম
অনেকেই আছেন রাতে খাওয়া শেষ করেই শুয়ে পড়েন। এটা করা যাবে না। এতে খাবার পরিপাকে সমস্যা হতে পারে। অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এমনকি ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে।
যা করতে পারেন
রাত ৮-৯টার মধ্যে রাতের খাবার খেতে চেষ্টা করুন। খাওয়ার অন্তত ৪০ মিনিট পরে শুতে যান। ততক্ষণ বসে বসে পরিবারের সবার সঙ্গে গল্প করুন বা টিভি দেখুন বা বই পড়ুন বা ঘরের ভেতরে হাঁটাহাঁটি করুন।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
১৯ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে