তানিয়া ফেরদৌস
কিছু মসলা আছে যা সবার কাছে খুব আরাধ্য অথচ অতিদুষ্প্রাপ্য। আবার কিছু মসলা আছে, যার দাম গুনতে ঘাম ছুটে যায়। জানেন তো সেগুলোর কথা? জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।
৫ গ্রেইন্স অব প্যারাডাইস
গোলমরিচের গোত্রভুক্ত এ মসলাটি স্বর্গ থেকে কবে মর্ত্যে এল, তা জানা না গেলেও পশ্চিম আফ্রিকান রান্নায় এর খুব কদর রয়েছে। গোলমরিচের ঝাঁজের সঙ্গে কিছুটা আদা আর এলাচি সম্মিলিত খুশবু দেয় বলে মাংসের পদে এই গ্রেইন্স অব প্যারাডাইস বা গিনি পেপার এক ভিন্ন মাত্রা এনে দেয়। এক পাউন্ড এই মসলা কিনতে গুনতে হবে ২ হাজার ৬৫০ টাকার মতো। তবে আসল কথা হলো, এ মসলা খুঁজে পাওয়াই ভার।
৪ লং পেপার বা পিপলি
আমাদের উপমহাদেশে পিপলি বলে পরিচিত এ মসলাটিও গোলমরিচেরই অধিক ফ্লেভার ও ঝালযুক্ত তুতো ভাই। ইন্দোনেশিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন ওরিয়েন্টাল রান্নায় বেশ ঝাঁজালো স্বাদের সঙ্গে দারুচিনি আর জায়ফলের মতো সুবাস দেয় এই পিপলি বা লোঙ্গাম মরিচ। খুব সহজে সবখানে মেলে না এ মসলাটি। এর এক পাউন্ডের দাম ৩ হাজার ৮৫০ টাকার মতো।
৩ খাঁটি ভ্যানিলা
কৃত্রিম ভ্যানিলা ফ্লেভার সহজলভ্য হলেও খাঁটি প্রাকৃতিক ভ্যানিলা বিনের দাম অত্যন্ত চড়া। আর এই ভ্যানিলা বিন মাদাগাস্কারসহ পশ্চিম ও মধ্য আফ্রিকা এবং মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকায় প্রচুর জন্মালেও এর চাষবাস অত্যন্ত শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ। তাই এক পাউন্ড খাঁটি ভ্যানিলা পেতে গেলে পকেটে অন্তত ১৭ হাজার টাকা নিয়ে বেরোতে হবে।
২ মৌরি ফুলের পরাগরেণু
শুনতে একটু অদ্ভুত হলেও মৌরি বা ফেনেল ফুলের পরাগরেণু অত্যন্ত দুষ্প্রাপ্য মসলা হিসেবে পরিচিত। ফুরফুরে হালকা, ফুলেল ও মৃদু ফ্লেভারের এ মসলাটি খুঁজে পাওয়াই ভার। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর প্রচলন শুরু হলেও রসিকদের কাছে দুষ্প্রাপ্য মসলা হিসেবে এর কদর রয়েছে ওপরের দিকে। মাছ বা মাংসের পদে একেবারে শেষে এর ব্যবহার এক অদ্ভুত মেটে অথচ মিষ্টি সুবাস ছড়ায়। তবে কিনতে গেলে এক পাউন্ডের দাম পড়বে ৪৩ হাজার টাকার একটু বেশি।
১ জাফরান
মসলার দরবারে উজির-নাজির বদল হলেও রাজার আসনে সেই যুগ যুগ ধরে মহামান্য জাফরানই রয়েছেন। জাফরানগাছের প্রায় ৫০ থেকে ৭৫ হাজার ফুলের কেশর শুকিয়ে এক পাউন্ড জাফরান পাওয়া যায়।
আর এটি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজে এত জনবল, সময় ও শ্রম লাগে যে উৎকৃষ্ট মানের জাফরানের দাম পাউন্ডপ্রতি
৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সূত্র: লাক্সাটিক, বিজনেস ইনসাইডার
কিছু মসলা আছে যা সবার কাছে খুব আরাধ্য অথচ অতিদুষ্প্রাপ্য। আবার কিছু মসলা আছে, যার দাম গুনতে ঘাম ছুটে যায়। জানেন তো সেগুলোর কথা? জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।
৫ গ্রেইন্স অব প্যারাডাইস
গোলমরিচের গোত্রভুক্ত এ মসলাটি স্বর্গ থেকে কবে মর্ত্যে এল, তা জানা না গেলেও পশ্চিম আফ্রিকান রান্নায় এর খুব কদর রয়েছে। গোলমরিচের ঝাঁজের সঙ্গে কিছুটা আদা আর এলাচি সম্মিলিত খুশবু দেয় বলে মাংসের পদে এই গ্রেইন্স অব প্যারাডাইস বা গিনি পেপার এক ভিন্ন মাত্রা এনে দেয়। এক পাউন্ড এই মসলা কিনতে গুনতে হবে ২ হাজার ৬৫০ টাকার মতো। তবে আসল কথা হলো, এ মসলা খুঁজে পাওয়াই ভার।
৪ লং পেপার বা পিপলি
আমাদের উপমহাদেশে পিপলি বলে পরিচিত এ মসলাটিও গোলমরিচেরই অধিক ফ্লেভার ও ঝালযুক্ত তুতো ভাই। ইন্দোনেশিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন ওরিয়েন্টাল রান্নায় বেশ ঝাঁজালো স্বাদের সঙ্গে দারুচিনি আর জায়ফলের মতো সুবাস দেয় এই পিপলি বা লোঙ্গাম মরিচ। খুব সহজে সবখানে মেলে না এ মসলাটি। এর এক পাউন্ডের দাম ৩ হাজার ৮৫০ টাকার মতো।
৩ খাঁটি ভ্যানিলা
কৃত্রিম ভ্যানিলা ফ্লেভার সহজলভ্য হলেও খাঁটি প্রাকৃতিক ভ্যানিলা বিনের দাম অত্যন্ত চড়া। আর এই ভ্যানিলা বিন মাদাগাস্কারসহ পশ্চিম ও মধ্য আফ্রিকা এবং মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকায় প্রচুর জন্মালেও এর চাষবাস অত্যন্ত শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ। তাই এক পাউন্ড খাঁটি ভ্যানিলা পেতে গেলে পকেটে অন্তত ১৭ হাজার টাকা নিয়ে বেরোতে হবে।
২ মৌরি ফুলের পরাগরেণু
শুনতে একটু অদ্ভুত হলেও মৌরি বা ফেনেল ফুলের পরাগরেণু অত্যন্ত দুষ্প্রাপ্য মসলা হিসেবে পরিচিত। ফুরফুরে হালকা, ফুলেল ও মৃদু ফ্লেভারের এ মসলাটি খুঁজে পাওয়াই ভার। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর প্রচলন শুরু হলেও রসিকদের কাছে দুষ্প্রাপ্য মসলা হিসেবে এর কদর রয়েছে ওপরের দিকে। মাছ বা মাংসের পদে একেবারে শেষে এর ব্যবহার এক অদ্ভুত মেটে অথচ মিষ্টি সুবাস ছড়ায়। তবে কিনতে গেলে এক পাউন্ডের দাম পড়বে ৪৩ হাজার টাকার একটু বেশি।
১ জাফরান
মসলার দরবারে উজির-নাজির বদল হলেও রাজার আসনে সেই যুগ যুগ ধরে মহামান্য জাফরানই রয়েছেন। জাফরানগাছের প্রায় ৫০ থেকে ৭৫ হাজার ফুলের কেশর শুকিয়ে এক পাউন্ড জাফরান পাওয়া যায়।
আর এটি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজে এত জনবল, সময় ও শ্রম লাগে যে উৎকৃষ্ট মানের জাফরানের দাম পাউন্ডপ্রতি
৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সূত্র: লাক্সাটিক, বিজনেস ইনসাইডার
রোজায় বাড়িতে রোজ রোজ মাজাদার ইফতার তৈরি হলেও যাঁরা হোস্টেলে থাকেন, তাঁদের তো আর এত আয়োজন করে ইফতার তৈরি করা সম্ভব নয়। হোস্টেলে বসবাসরত ছেলেমেয়েদের কাছে যেসব কিচেন গ্যাজেট থাকে, তার মধ্য়ে একটি হচ্ছে মাইক্রোওয়েভ। এই রোজায় মাইক্রোওয়েভে কম সময়ে তৈরি করে ফেলতে পারেন এ দুটি রেসিপি...
১০ ঘণ্টা আগেমস্তিষ্ক কার্যকর রাখতে এবং তার স্বাস্থ্য ঠিক রাখতে খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউরোসায়েন্টিস্ট লিসা মোসকোনি বলেন, ‘খাবার আমাদের মস্তিষ্ককে কার্যকর রাখতে সাহায্য করে। কারণ আমাদের মস্তিষ্ক পুষ্টির ওপর নির্ভরশীল। তাই শরীরের অন্য অঙ্গের মতো মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে কী খেতে হবে, সে দিকে..
১৩ ঘণ্টা আগেরান্নাঘরের সিংক পরিষ্কারের ক্ষেত্রে সহনীয় পর্যায়ের গরম পানি ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানি দিলে প্লাস্টিকের পাইপ ক্ষতিগ্রস্ত হতে পারে। সিংকের তেল চিটচিটে ভাব কমাতে লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রস তেলতেলে ভাব কমিয়ে আনতে সহায়তা করে। এ ছাড়া লেবুর রস দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে...
১ দিন আগেকয়েক দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানরা এ সময় রোজা রাখেন। এ মাসে জীবনযাপনের কিছু রীতিনীতি রয়েছে। রমজান মাসে একটি মুসলিম দেশ ভ্রমণ আপনাকে নতুন অভিজ্ঞতা দিতে পারে। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়। ভ্রমণে যাওয়ার আগে...
৩ দিন আগে