ব্যবসা নিয়ে হতাশ নই
করোনায় ব্যবসা-বাণিজ্যের যতটা খারাপ পরিস্থিতি হবে আশঙ্কা করা হয়েছিল, তেমনটি হয়নি। এটাকে না ভালো, না খারাপ- এমন বলা যায়। এটা ঠিক আমরা ঝরে যাব না। ব্যবসায় আমরা টিকে আছি, টিকে থাকার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমার কোনো হতাশা নেই, আমি হতাশ নই। বলতে পারেন আমি আশাবাদী।