ফারুক মেহেদী
চালের দাম কেন বাড়ছে? মৌসুমে স্থানীয় বাজার থেকে না কিনে এখন আমদানির ফলে কী প্রভাব পড়বে? মজুত বাড়াতে করণীয় কী–এ বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন খাদ্য বিশ্লেষক ও সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: আমদানি করে বাজারে চালের দাম কমানো যাবে?
আনোয়ার ফারুক: শুনছি সরকার ১০ লাখ টন চাল আমদানি করছে। এখন ঢাকার বাজারের চেয়ে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কম। তাই হয়তো সরকার বেসরকারি খাতের মাধ্যমে আনতে চায়। তবে এ ১০ লাখ টনে বাজারে কোনো প্রভাব ফেলবে না। কারণ, সরকারের হাতে তেমন স্টক নেই। চালের সংকটে এখন সরকারের অনেক খাদ্য কর্মসূচি চালানো যাচ্ছে না। সরকারের হাতে চাল না থাকলে ব্যবসায়ীরা তখন একচেটিয়া দাম বাড়ায়।
আজকের পত্রিকা: সরকার কি স্থানীয় বাজার থেকে আরও বেশি হারে চাল কিনতে পারে না?
আনোয়ার ফারুক: সরকার এখন যে টাকায় আমদানি করবে, এ টাকায় যদি তখন স্থানীয় বাজার থেকে কিনত, তাহলে এখন সংকট হতো না। সরকার যে দামে কিনতে চায়, স্থানীয় বাজারে দাম আরও বেশি। তাই কৃষক ধান বিক্রি করে না। আমি মনে করি, মৌসুমে ধানের দাম বেশি হওয়া উচিত। যাতে কৃষকেরা একটু ভালো দাম পায়। এতে ফলন বাড়বে। ফলন বাড়লেই দাম সহনীয় রাখা যাবে। সরকার যেহেতু নির্ধারিত সময়ে কেনে না, তাই সংকটে বিপাকে পড়ে। তখন চাল চলে যায় মিলারদের কাছে। কিছুদিন আগে ৪ লাখ টনের ঋণপত্র খুলেও চাল আনা যায়নি।
আজকের পত্রিকা: সরকারের মজুত বা ক্রয়–প্রক্রিয়া নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
আনোয়ার ফারুক: জোর দিতে হবে স্থানীয় উৎপাদনে। সরকার যে বলছে ২ কোটি টন উৎপাদন হয়েছে, তাহলে এখন চাল কোথায়? এখন তো সংকট হওয়ার কথা না। হয় উৎপাদন হয়নি, তথ্যে গরমিল অথবা অব্যবস্থাপনা। ভারত উৎপাদনের ২০ শতাংশ স্থানীয় বাজার থেকে কিনে মজুত করে আর আমরা করি ৫ শতাংশ। তাহলে বাজার ঠিক রাখবেন কী করে? সরকারকে মৌসুমে স্থানীয় বাজার থেকে বেশি হারে কিনতে হবে। ১ হাজার ৪০০ টাকায় ধান কিনে এখন ১ হাজার ২০০ টাকায় বিক্রি করলে বাজারে দাম কম থাকত। এর মাধ্যমে বাজারে একটা প্রভাব বিস্তার করা যেত। তাই সরকারের আমদানির পাশাপাশি প্রয়োজনীয় মজুত গড়ে তুলতে হবে। দুভাবেই খাদ্যনিরাপত্তা শক্তিশালী করতে হবে।
আজকের পত্রিকা: সংকটে যাতে দাম না বাড়ে সে জন্য মজুত বাড়াতে আর কী কী করতে পারে সরকার?
আনোয়ার ফারুক: সরকারের নীতিমালা এমন হতে হবে, যাতে স্থানীয় কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। যা–ই করেন কৃষককে সুবিধা দিয়ে করতে হবে। আমদানির কারণে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। মৌসুমেও আমদানি করা যাবে না। আগে–পরে করতে হবে। বাজার থেকে সরকারকে অবশ্যই ২৫ শতাংশ বেশি দামে ধান কিনতে হবে। এতে সরকারের ক্ষতি হবে না। এ টাকা দেশেই থাকবে। আর আমদানি করলে টাকা বিদেশে চলে যাবে। এর মাধ্যমে মুদ্রা পাচারেরও ঝুঁকি আছে। সম্প্রতি এ রকম কয়েকটি ঘটনার খবর এসেছে যে আমদানি ঋণপত্রের আড়ালে দেশের টাকা বিদেশে পাচার করা হয়।
চালের দাম কেন বাড়ছে? মৌসুমে স্থানীয় বাজার থেকে না কিনে এখন আমদানির ফলে কী প্রভাব পড়বে? মজুত বাড়াতে করণীয় কী–এ বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন খাদ্য বিশ্লেষক ও সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: আমদানি করে বাজারে চালের দাম কমানো যাবে?
আনোয়ার ফারুক: শুনছি সরকার ১০ লাখ টন চাল আমদানি করছে। এখন ঢাকার বাজারের চেয়ে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কম। তাই হয়তো সরকার বেসরকারি খাতের মাধ্যমে আনতে চায়। তবে এ ১০ লাখ টনে বাজারে কোনো প্রভাব ফেলবে না। কারণ, সরকারের হাতে তেমন স্টক নেই। চালের সংকটে এখন সরকারের অনেক খাদ্য কর্মসূচি চালানো যাচ্ছে না। সরকারের হাতে চাল না থাকলে ব্যবসায়ীরা তখন একচেটিয়া দাম বাড়ায়।
আজকের পত্রিকা: সরকার কি স্থানীয় বাজার থেকে আরও বেশি হারে চাল কিনতে পারে না?
আনোয়ার ফারুক: সরকার এখন যে টাকায় আমদানি করবে, এ টাকায় যদি তখন স্থানীয় বাজার থেকে কিনত, তাহলে এখন সংকট হতো না। সরকার যে দামে কিনতে চায়, স্থানীয় বাজারে দাম আরও বেশি। তাই কৃষক ধান বিক্রি করে না। আমি মনে করি, মৌসুমে ধানের দাম বেশি হওয়া উচিত। যাতে কৃষকেরা একটু ভালো দাম পায়। এতে ফলন বাড়বে। ফলন বাড়লেই দাম সহনীয় রাখা যাবে। সরকার যেহেতু নির্ধারিত সময়ে কেনে না, তাই সংকটে বিপাকে পড়ে। তখন চাল চলে যায় মিলারদের কাছে। কিছুদিন আগে ৪ লাখ টনের ঋণপত্র খুলেও চাল আনা যায়নি।
আজকের পত্রিকা: সরকারের মজুত বা ক্রয়–প্রক্রিয়া নিয়ে আপনার কী পর্যবেক্ষণ?
আনোয়ার ফারুক: জোর দিতে হবে স্থানীয় উৎপাদনে। সরকার যে বলছে ২ কোটি টন উৎপাদন হয়েছে, তাহলে এখন চাল কোথায়? এখন তো সংকট হওয়ার কথা না। হয় উৎপাদন হয়নি, তথ্যে গরমিল অথবা অব্যবস্থাপনা। ভারত উৎপাদনের ২০ শতাংশ স্থানীয় বাজার থেকে কিনে মজুত করে আর আমরা করি ৫ শতাংশ। তাহলে বাজার ঠিক রাখবেন কী করে? সরকারকে মৌসুমে স্থানীয় বাজার থেকে বেশি হারে কিনতে হবে। ১ হাজার ৪০০ টাকায় ধান কিনে এখন ১ হাজার ২০০ টাকায় বিক্রি করলে বাজারে দাম কম থাকত। এর মাধ্যমে বাজারে একটা প্রভাব বিস্তার করা যেত। তাই সরকারের আমদানির পাশাপাশি প্রয়োজনীয় মজুত গড়ে তুলতে হবে। দুভাবেই খাদ্যনিরাপত্তা শক্তিশালী করতে হবে।
আজকের পত্রিকা: সংকটে যাতে দাম না বাড়ে সে জন্য মজুত বাড়াতে আর কী কী করতে পারে সরকার?
আনোয়ার ফারুক: সরকারের নীতিমালা এমন হতে হবে, যাতে স্থানীয় কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। যা–ই করেন কৃষককে সুবিধা দিয়ে করতে হবে। আমদানির কারণে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। মৌসুমেও আমদানি করা যাবে না। আগে–পরে করতে হবে। বাজার থেকে সরকারকে অবশ্যই ২৫ শতাংশ বেশি দামে ধান কিনতে হবে। এতে সরকারের ক্ষতি হবে না। এ টাকা দেশেই থাকবে। আর আমদানি করলে টাকা বিদেশে চলে যাবে। এর মাধ্যমে মুদ্রা পাচারেরও ঝুঁকি আছে। সম্প্রতি এ রকম কয়েকটি ঘটনার খবর এসেছে যে আমদানি ঋণপত্রের আড়ালে দেশের টাকা বিদেশে পাচার করা হয়।
অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ সময়ে দেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।
০৬ ফেব্রুয়ারি ২০২৫সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিস্তারিত অংশ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
০১ ফেব্রুয়ারি ২০২৫সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আজ বুধবার প্রতিবেদন দিচ্ছে তারা। কমিশনের কাজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন...
১৫ জানুয়ারি ২০২৫প্রধান উপদেষ্টা মনে করেন, সংস্কার ও বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে তাঁর বোঝাপড়ার কোনো ঘাটতি নেই। গত ২৯ ডিসেম্বর (২০২৪) ইংরেজি দৈনিক নিউ এজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বাং
০৭ জানুয়ারি ২০২৫