ফারুক মেহেদী
করোনাকালে খাদ্যপণ্যের ব্যবসা কেমন চলছে? বিনিয়োগ-কর্মসংস্থান পরিস্থিতি কী হবে আগামী দিনে—এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন মার্কেটিং বিশেষজ্ঞ এবং আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমগীর। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: করোনাকালে কেমন চলছে আপনাদের খাদ্যপণ্যের ব্যবসা?
সৈয়দ আলমগীর: আগের চেয়ে এবার ব্যবসা-বাণিজ্য বেশি আক্রান্ত হচ্ছে। দোকানপাট বন্ধ। আমাদের লোকজনও ঠিকমতো যেতে পারছে না। সার্বিক ব্যবসায়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এ দুই সপ্তাহ। বাজারে চাহিদা আছে ভালোই। তো, চাহিদা থাকলে কী হবে, সরবরাহ তো নিশ্চিত করা যাচ্ছে না। এটা সাপ্লাইচেইন বা পরিবহনের দিক থেকে সমস্যা না। মূলত দোকানপাট না খুলতে পারার কারণেই ব্যবসাটা ঠিকমতো হচ্ছে না।
আজকের পত্রিকা: সামনে এ খাতের প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে কি না?
সৈয়দ আলমগীর: উৎপাদক পর্যায় থেকে আমরা প্রস্তুত আছি। আমাদের ক্রেতারাও প্রস্তুত রয়েছে। ধরেন, আমাদের আকিজের পণ্য হলো জুস, ড্রিংকস, দুধ। এসবের তো চাহিদা আছে। মানুষ এসব পণ্য নেয়। কাজেই সুযোগ পেলেই তারা এসব পণ্য কিনবে। সুতরাং গ্রোথের কোনো সমস্যা নেই।
আজকের পত্রিকা: চলতি বাজেটটি আপনাদের জন্য কতটা ব্যবসা–সহায়ক?
সৈয়দ আলমগীর: সত্যি কথা হলো, এবারের বাজেট ব্যবসাবান্ধব। করোনার মধ্যেও যখন নানা চ্যালেঞ্জ, তার মধ্যেও এমন বাজেট সত্যিই প্রশংসনীয়। এবার আমাদের ওপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে। আড়াই শতাংশ করপোরেট কর কমানো হয়েছে। বিভিন্ন রকমের শুল্ক-কর ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। আমার মনে হয়, ব্যবসার জন্য ভালো হবে এবারের বাজেটটি।
আজকের পত্রিকা: করোনা–উত্তর বিনিয়োগে কি সম্ভাবনা দেখছেন? আপনারা ব্যবসা সম্প্রসারণে যাবেন কি না?
সৈয়দ আলমগীর: করোনা–উত্তর বিনিয়োগে আমি ভালো সম্ভাবনা দেখছি। নিজেদের ব্যবসা আরও সম্প্রসারণের কথা ভাবছি। সুযোগ পেলেই আমরা সম্প্রসারণে হাত দেব। আমরা প্রস্তুত আছি। সরকারের সহায়তা আছে। ব্যাংকঋণের সুদহার কমানো হয়েছে। কর কমানো হয়েছে। অনেক জায়গায় নতুন করে বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রীর দিক থেকেও সহায়তা আছে। কাজেই সামনে বিনিয়োগ হবে।
আজকের পত্রিকা: অনেকে চাকরি হারিয়েছেন। অনেকের আয় কমেছে। এ জন্য কী করা উচিত?
সৈয়দ আলমগীর: এ ক্ষেত্রে করোনা সংক্রমণই সবচেয়ে বড় বাধা। এতে কারও কিছু করার নেই। আমার যদি ব্যবসা না থাকে তাহলে কত দিন বসিয়ে রেখে বেতন দেওয়া যাবে? এ কারণে হয়তো অনেকের চাকরি চলে গেছে। এখন তো গ্রামগঞ্জেও করোনা বাড়ছে। সামনে যদি কোভিড কমে আসে, তাহলে সব ঠিক হয়ে যাবে। সবাই চাকরিতে ফিরতে পারবে।
আজকের পত্রিকা: করোনা–উত্তর অথনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব কি না?
সৈয়দ আলমগীর: আমাদের বিনিয়োগ ভালো হলে প্রবৃদ্ধির ধারা বজায় রাখা যাবে। আমাদের রেমিট্যান্স, রপ্তানি, রিজার্ভ ভালো আছে। সামনে অনেক অর্ডার আসবে। এখন চীন, ভিয়েতনাম, ভারত পারছে না। মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতায় সেখানের অর্ডার আমরা কিছু পাচ্ছি। সবকিছু স্বাভাবিক হয়ে এলে আমাদের রপ্তানি আরও ভালো হবে।
করোনাকালে খাদ্যপণ্যের ব্যবসা কেমন চলছে? বিনিয়োগ-কর্মসংস্থান পরিস্থিতি কী হবে আগামী দিনে—এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন মার্কেটিং বিশেষজ্ঞ এবং আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমগীর। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: করোনাকালে কেমন চলছে আপনাদের খাদ্যপণ্যের ব্যবসা?
সৈয়দ আলমগীর: আগের চেয়ে এবার ব্যবসা-বাণিজ্য বেশি আক্রান্ত হচ্ছে। দোকানপাট বন্ধ। আমাদের লোকজনও ঠিকমতো যেতে পারছে না। সার্বিক ব্যবসায়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এ দুই সপ্তাহ। বাজারে চাহিদা আছে ভালোই। তো, চাহিদা থাকলে কী হবে, সরবরাহ তো নিশ্চিত করা যাচ্ছে না। এটা সাপ্লাইচেইন বা পরিবহনের দিক থেকে সমস্যা না। মূলত দোকানপাট না খুলতে পারার কারণেই ব্যবসাটা ঠিকমতো হচ্ছে না।
আজকের পত্রিকা: সামনে এ খাতের প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে কি না?
সৈয়দ আলমগীর: উৎপাদক পর্যায় থেকে আমরা প্রস্তুত আছি। আমাদের ক্রেতারাও প্রস্তুত রয়েছে। ধরেন, আমাদের আকিজের পণ্য হলো জুস, ড্রিংকস, দুধ। এসবের তো চাহিদা আছে। মানুষ এসব পণ্য নেয়। কাজেই সুযোগ পেলেই তারা এসব পণ্য কিনবে। সুতরাং গ্রোথের কোনো সমস্যা নেই।
আজকের পত্রিকা: চলতি বাজেটটি আপনাদের জন্য কতটা ব্যবসা–সহায়ক?
সৈয়দ আলমগীর: সত্যি কথা হলো, এবারের বাজেট ব্যবসাবান্ধব। করোনার মধ্যেও যখন নানা চ্যালেঞ্জ, তার মধ্যেও এমন বাজেট সত্যিই প্রশংসনীয়। এবার আমাদের ওপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে। আড়াই শতাংশ করপোরেট কর কমানো হয়েছে। বিভিন্ন রকমের শুল্ক-কর ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। আমার মনে হয়, ব্যবসার জন্য ভালো হবে এবারের বাজেটটি।
আজকের পত্রিকা: করোনা–উত্তর বিনিয়োগে কি সম্ভাবনা দেখছেন? আপনারা ব্যবসা সম্প্রসারণে যাবেন কি না?
সৈয়দ আলমগীর: করোনা–উত্তর বিনিয়োগে আমি ভালো সম্ভাবনা দেখছি। নিজেদের ব্যবসা আরও সম্প্রসারণের কথা ভাবছি। সুযোগ পেলেই আমরা সম্প্রসারণে হাত দেব। আমরা প্রস্তুত আছি। সরকারের সহায়তা আছে। ব্যাংকঋণের সুদহার কমানো হয়েছে। কর কমানো হয়েছে। অনেক জায়গায় নতুন করে বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রীর দিক থেকেও সহায়তা আছে। কাজেই সামনে বিনিয়োগ হবে।
আজকের পত্রিকা: অনেকে চাকরি হারিয়েছেন। অনেকের আয় কমেছে। এ জন্য কী করা উচিত?
সৈয়দ আলমগীর: এ ক্ষেত্রে করোনা সংক্রমণই সবচেয়ে বড় বাধা। এতে কারও কিছু করার নেই। আমার যদি ব্যবসা না থাকে তাহলে কত দিন বসিয়ে রেখে বেতন দেওয়া যাবে? এ কারণে হয়তো অনেকের চাকরি চলে গেছে। এখন তো গ্রামগঞ্জেও করোনা বাড়ছে। সামনে যদি কোভিড কমে আসে, তাহলে সব ঠিক হয়ে যাবে। সবাই চাকরিতে ফিরতে পারবে।
আজকের পত্রিকা: করোনা–উত্তর অথনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব কি না?
সৈয়দ আলমগীর: আমাদের বিনিয়োগ ভালো হলে প্রবৃদ্ধির ধারা বজায় রাখা যাবে। আমাদের রেমিট্যান্স, রপ্তানি, রিজার্ভ ভালো আছে। সামনে অনেক অর্ডার আসবে। এখন চীন, ভিয়েতনাম, ভারত পারছে না। মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতায় সেখানের অর্ডার আমরা কিছু পাচ্ছি। সবকিছু স্বাভাবিক হয়ে এলে আমাদের রপ্তানি আরও ভালো হবে।
সিরাজুল ইসলাম চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ২৩ জুন। দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে বিভাগটির ইমেরিটাস অধ্যাপক। মার্কসবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ অধ্যাপক চৌধুরী নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
২২ জুন ২০২৫‘বাংলাদেশের মানুষ যদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কিংবা অনুপাতভিত্তিক ভোটব্যবস্থা বুঝত! উল্টো তারা বলবে, আমরা এসব বুঝি না! আমি তোমাকে ভোট দেব, কয় টাকা দেবে? সহজ ভাষায় বললে বিষয়টি তা-ই—তুমি টাকা দাও, আমি ভোট দেব—দেশে ভোটের চর্চা এমনই।’
১৫ জুন ২০২৫গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় সহস্রাধিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলার বিচার প্রক্রিয়াসহ নানা দিক নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
১১ জুন ২০২৫ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ। বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে বেসরকারি উদ্যোগে গঠিত নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক।
০১ জুন ২০২৫