Ajker Patrika

চবিতে বহিরাগত ছাত্রলীগ কর্মী আটক

চবি সংবাদদাতা
চবিতে বহিরাগত ছাত্রলীগ কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গতকাল সোমবার রাতে বিজয় ২৪ হলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম দিদারুল ইসলাম শুভ (২৫)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার করমাউল্লাপুর গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। দিদারুল গত ৫ আগস্ট পর্যন্ত এলাকায় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় আত্মগোপন করেন।

এ ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গার বেশ কিছু নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায় এবং এনআইডি ও জন্মনিবন্ধন জালিয়াতি করেছে বলে জানায় প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হল থেকে জোরপূর্বক একজনকে তুলে নেওয়ার অভিযোগ পেলে আমরা তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে ও তার মোবাইল চেক করে নানা রকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।’

‘সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এ ছাড়া সে বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত