যশোরে ১৮০ কিমি বেগে ঝড়, শিলায় ঝরে গেল বোরো ধান
যশোরে ১৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। সেই সঙ্গে শিলা পড়ে বোরো ধানের খেত তছনছ হয়ে গেছে। জমিতে কেটে রাখা ধান পানির নিচে চলে গেছে। সেই সঙ্গে না কাটা ধান অধিকাংশ শিলার আঘাতে ঝরে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, আজ সোমবার রেলগাড়ির মতো মাঠের ভেতর দিয়ে ছুটে গেছে শিলাবৃষ্টি। যেদিক দিয়ে গেছে, সর্বনাশ করে