Ajker Patrika

যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভায় হট্টগোল

­যশোর প্রতিনিধি
যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভায় হট্টগোল। ছবি: আজকের পত্রিকা
যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভায় হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় জেলা বিডি হলে এই ঘটনা ঘটে।

নেতা-কর্মীরা জানান, কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের একপর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির পদ স্থগিত হওয়া সদস্যসচিব জেসিনা মুর্শিদ। এ সময় অডিটরিয়ামে উপস্থিত শিক্ষার্থীরা তাঁর উদ্দেশে নানা স্লোগান দেন এবং অডিটরিয়াম ত্যাগ না করলে অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেসিনা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মতবিনিময় সভায় ছাত্র সংসদ কমিটি গঠন, কার্যক্রম নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, ‘আমাদের সংগঠন দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স, কোনো রকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই।’

দেশে অস্থিরতাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকতে হবে। দেশে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জায়গা হবে না। আর কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে ছাত্রসমাজকে সব সময় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

এই বিষয়ে কথা বলতে জেসিনা মুর্শিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। গত ৪ ফেব্রুয়ারি নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেসিনা মুর্শিদের পদ সাময়িক স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত