Ajker Patrika

‎‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২৩: ২৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি’ বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগত ১০-১২ জনের একটা গ্রুপ। এই অভিযোগ আহত শিক্ষার্থীদের। ‎

‎শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৯ ব্যাচের চার শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ। ‎

‎আহত শিক্ষার্থী মোহন জানান, রাত ৮টার দিকে তাঁরা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১০-১২ জন বহিরাগত তাঁদেরকে ডাক দিলে তাঁরা বলেন, ‘আমরা কুয়েটের শিক্ষার্থী, যা বলার এখানে বলেন।’

‎মোহন আরও জানান, পরে ধাক্কাতে ধাক্কাতে গালিব রাহাতকে পাশের একটি দোকানে নিয়ে যান এবং মারতে শুরু করেন। মারধরের সময় তাঁরা বলেন, ‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি?’ ‎

‎আক্রমণকারীদের কাউকে চিনতে পেরেছেন কি না—জানতে চাইলে এ শিক্ষার্থী বলেন, ‘আমরা একজনকে চিনতে পেরেছি।’ তবে তিনি নাম বলতে রাজি হননি।

‎পরে মুজাহিদ, মোহন ও ওবায়দুল্লাহ সবাইকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে ভর্তি হন। ‎

‎এদিকে কর্তব্যরত চিকিৎসক সানজিদা রুম্পার কাছে জানতে চাইলে চার শিক্ষার্থী আহত অবস্থায় এসেছে বলে জানান। আহতদের শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ‎

‎এদিকে শিক্ষার্থীদের ওপর আবারও বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টায় প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। ‎এই হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত