Ajker Patrika

সাতক্ষীরায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাকচাপায় নাঈম হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাঈম জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের পিতা শহীদুল ইসলাম জানান, নাঈম লেখাপড়ার পাশাপাশি সদর সাবরেজিস্ট্রি অফিসে কাজ করতেন। কর্মস্থলে আসার উদ্দেশে তিনি আজ সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামী একটি পণ্যভর্তি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটকে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত