সিরাজগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
আজ সোমবার বেলা ৩টার দিকে জান্নাত আরা হেনরীকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে হেনরীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এই মামলায় জান্নাত আরা হেনরী ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হেনরীকে কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে।
এর আগে গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র্যাব। পরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ২ অক্টোবর তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আজ তাঁকে কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
আজ সোমবার বেলা ৩টার দিকে জান্নাত আরা হেনরীকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে হেনরীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এই মামলায় জান্নাত আরা হেনরী ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হেনরীকে কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে।
এর আগে গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র্যাব। পরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ২ অক্টোবর তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আজ তাঁকে কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুই দিন ধরে অন্ধকারে রয়েছে উপজেলার অধিকাংশ মানুষ। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ গ্রাহকের সংযোগ চালু করতে পারেনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে থাকা গঙ্গাচড়া জোনাল অফিস। উপজেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন।
৫ মিনিট আগেকিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের সতাল এলাকায় পিচ ও পাথর উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। এর মধ্যে জমেছে হাঁটুসমান বৃষ্টির পানি। ভারী যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। বেহাল সড়কে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষ।
২৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ সময় মেঝেতে শুয়ে কাঁদছিল তাঁর চার মাস বয়সী শিশুসন্তান। নিহত নারীর নাম সিনথিয়া (২১)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ আলিফের মেয়ে ও দক্ষিণ পাথরঘাটা গ্রামের হাসিবের স্ত্রী।
৩৩ মিনিট আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’–এর গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠন, ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পত্তি পরিচালনার অভিযোগে এবার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বাদী হয়ে জেলা
১ ঘণ্টা আগে