Ajker Patrika

এবার কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার হেনরী

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯: ৩৬
আদালতে সাবেক এমপি জান্নাত আরা হেনরী। ছবি: আজকের পত্রিকা
আদালতে সাবেক এমপি জান্নাত আরা হেনরী। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

আজ সোমবার বেলা ৩টার দিকে জান্নাত আরা হেনরীকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে হেনরীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এই মামলায় জান্নাত আরা হেনরী ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হেনরীকে কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে।

এর আগে গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ২ অক্টোবর তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আজ তাঁকে কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত