কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের সতাল এলাকায় পিচ ও পাথর উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। এর মধ্যে জমেছে হাঁটুসমান বৃষ্টির পানি। ভারী যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। বেহাল সড়কে চরম দুর্ভোগে পড়েছে পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষ।
গতকাল রোববার যাত্রীভর্তি অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন রায়হান। খুব সাবধানে চালিয়ে আসার পরও গর্তে আটকা পড়ে রিকশাটি।
ঠেলে অটোরিকশাটি গর্ত থেকে তুললেও সড়কজুড়ে এমন একাধিক গর্তের কারণে বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে।
সড়কটির সতাল এলাকায় এসে রায়হানের মতো বিড়ম্বনায় পড়তে হয় রিকশা, অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, কার-মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের। বৃষ্টি হলে তো কথাই নেই। এরপরও কিশোরগঞ্জ-করিমগঞ্জ, নিকলী, তাড়াইল যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
কিশোরগঞ্জ শহর থেকে করিমগঞ্জ, নিকলী, তাড়াইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম যাওয়ার সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। করিমগঞ্জ, নিকলী, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট-কাচারিসহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম সড়ক এটি।
ট্রাকচালক হবি মিয়া বলেন, বহুদিন ধরেই সড়কটি বেহাল। বৃষ্টির দিন খানাখন্দ ও কাদায় কোনো না কোনো ট্রাক বিকল হয়।
সম্প্রতি এই সড়কে রিকশা উল্টে আহত হন আনার। তিনি বলেন, ‘আমি আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। সামনের দিক থেকে আসা একটি অটোরিকশাকে জায়গা দিতে গেলে সড়কের গর্তের অংশে চাকা পড়ে আমাদের অটোরিকশা উল্টে যায়। আমিসহ অটোর ছয় যাত্রী আহত হই।’
সতাল এলাকার ব্যবসায়ী কায়সার আহমেদ আরমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল। দুই সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিল। তখন থেকে প্রতিদিনই সড়কের ভাঙা গর্তে পড়ে অটোরিকশা দুর্ঘটনায় পড়ছে।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কটি মূলত সড়ক ও জনপথের। ড্রেনেজ ব্যবস্থা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। সড়কটি সড়ক ও জনপথের হলেও কীভাবে যানবাহন সুন্দরভাবে চলতে পারে, এ ব্যাপারে একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরেজমিনে দেখে আমাদের কাছে প্রতিবেদন দিলে আমরা চেষ্টা করব কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য।’
সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সড়কটির যে যে স্থানে বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয়েছে, সেসব স্থানে আপাতত পানি সরিয়ে রিপেয়ারিং করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের সতাল এলাকায় পিচ ও পাথর উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। এর মধ্যে জমেছে হাঁটুসমান বৃষ্টির পানি। ভারী যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। বেহাল সড়কে চরম দুর্ভোগে পড়েছে পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষ।
গতকাল রোববার যাত্রীভর্তি অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন রায়হান। খুব সাবধানে চালিয়ে আসার পরও গর্তে আটকা পড়ে রিকশাটি।
ঠেলে অটোরিকশাটি গর্ত থেকে তুললেও সড়কজুড়ে এমন একাধিক গর্তের কারণে বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে।
সড়কটির সতাল এলাকায় এসে রায়হানের মতো বিড়ম্বনায় পড়তে হয় রিকশা, অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, কার-মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের। বৃষ্টি হলে তো কথাই নেই। এরপরও কিশোরগঞ্জ-করিমগঞ্জ, নিকলী, তাড়াইল যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
কিশোরগঞ্জ শহর থেকে করিমগঞ্জ, নিকলী, তাড়াইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম যাওয়ার সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। করিমগঞ্জ, নিকলী, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট-কাচারিসহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম সড়ক এটি।
ট্রাকচালক হবি মিয়া বলেন, বহুদিন ধরেই সড়কটি বেহাল। বৃষ্টির দিন খানাখন্দ ও কাদায় কোনো না কোনো ট্রাক বিকল হয়।
সম্প্রতি এই সড়কে রিকশা উল্টে আহত হন আনার। তিনি বলেন, ‘আমি আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। সামনের দিক থেকে আসা একটি অটোরিকশাকে জায়গা দিতে গেলে সড়কের গর্তের অংশে চাকা পড়ে আমাদের অটোরিকশা উল্টে যায়। আমিসহ অটোর ছয় যাত্রী আহত হই।’
সতাল এলাকার ব্যবসায়ী কায়সার আহমেদ আরমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল। দুই সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিল। তখন থেকে প্রতিদিনই সড়কের ভাঙা গর্তে পড়ে অটোরিকশা দুর্ঘটনায় পড়ছে।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কটি মূলত সড়ক ও জনপথের। ড্রেনেজ ব্যবস্থা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। সড়কটি সড়ক ও জনপথের হলেও কীভাবে যানবাহন সুন্দরভাবে চলতে পারে, এ ব্যাপারে একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরেজমিনে দেখে আমাদের কাছে প্রতিবেদন দিলে আমরা চেষ্টা করব কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য।’
সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সড়কটির যে যে স্থানে বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয়েছে, সেসব স্থানে আপাতত পানি সরিয়ে রিপেয়ারিং করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’
চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের...
২ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে হুমায়ুন কবির (৪৫) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের পরিবহন শাখায় কর্মরত ছিলেন। আজ সোমবার সকালে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের একটি বাসার সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
২ ঘণ্টা আগে