Ajker Patrika

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ

মাগুরা প্রতিনিধি 
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। গতকাল রোববার প্রথম দিনে সাক্ষ্য নেওয়া হয় দুজনের। আদালত আগামীকাল মঙ্গলবার ১০ জনের সাক্ষ্য গ্রহণ করবেন বলে জানা গেছে।

২৩ এপ্রিল মামলার চার আসামি–শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাগুরা লিগ্যাল এইডের পক্ষ থেকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন সোহেল আহম্মেদ।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে চান। এ জন্য কাল (সোমবার) ১০ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামীকাল শুধু এই মামলার শুধু সাক্ষ্য নেওয়া হবে।

আরও পড়ুন :

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত