Ajker Patrika

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশে আগুন: ‘নতুন ভিডিও ফুটেজে’ পেছাল তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬: ৫৩
আশুলিয়ায় হত্যার পর ৬ লাশে আগুন: ‘নতুন ভিডিও ফুটেজে’ পেছাল তদন্ত প্রতিবেদন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলার প্রতিবেদন জমা এক মাস পেছাল। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৫ মে প্রতিবেদন জমার পরবর্তী দিন ধার্য করেন।

আদেশের বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আশুলিয়ার ঘটনায় কারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে–সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। যার কারণে তদন্ত শেষপর্যায়ে থাকলেও সময় নিয়েছি।’

এ দিন জুলাই-আগস্টের ঘটনায় যাত্রাবাড়ী, রামপুরার গণহত্যাসহ তিনটি মামলার শুনানি হয়। এসব মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১৩ আসামিকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত