নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে চার মাস পর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থান এবং শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকা। আর চলতি বছরের ১৭ জানুয়ারির পর ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৪২ লাখ টাকা। আর ১৭ জানুয়ারি ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। তবে বুধবার ডিএসইতে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বুধবার ১৩২টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, দাম কমেছে ১৭৬টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত ছিল।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৭৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে প্রাইম ব্যাংকের ৮২ কোটি টাকা, আর ৬৩ কোটি ৩২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স। এছাড়া বুধবার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার, এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি, জিবিবি পাওয়ার, ন্যাশনাল ফিড এবং এনসিসি ব্যাংক।
বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ ১২৭ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেনকৃত ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১৩৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: দেশের পুঁজিবাজারে চার মাস পর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থান এবং শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকা। আর চলতি বছরের ১৭ জানুয়ারির পর ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৪২ লাখ টাকা। আর ১৭ জানুয়ারি ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। তবে বুধবার ডিএসইতে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বুধবার ১৩২টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, দাম কমেছে ১৭৬টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত ছিল।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৭৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে প্রাইম ব্যাংকের ৮২ কোটি টাকা, আর ৬৩ কোটি ৩২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স। এছাড়া বুধবার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার, এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি, জিবিবি পাওয়ার, ন্যাশনাল ফিড এবং এনসিসি ব্যাংক।
বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ ১২৭ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেনকৃত ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১৩৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত ছিল।
জীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১৬ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
১৮ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১ দিন আগে