Ajker Patrika

চট্টগ্রাম চেম্বারের সভাপতিসহ ২৪ পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় মাসখানেক পরে ব্যবসায়ীদের দাবির মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতিসহ ২৪ পরিচালক। ইতিপূর্বে কয়েক দফায় সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং কয়েকজন পরিচালক পদত্যাগ করেন। সোমবার সব পরিচালকের পদত্যাগের পর সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রশাসক নিয়োগের জন্য অনুরোধ জানিয়েছেন।

অনেক আগে থেকেই চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র ভেঙে নতুন নেতৃত্ব আনার দাবি জানিয়ে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ও চেম্বারের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা চেম্বারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। চট্টগ্রাম চেম্বারে গত পাঁচটি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়নি। চেম্বারের পরিচালক পদে অনেকটা পারিবারিকভাবেই নিয়োগ হয়ে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত