Ajker Patrika

রেমিট্যান্স কমল হুন্ডি আর প্রচারণার অভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২: ০২
রেমিট্যান্স কমল হুন্ডি আর প্রচারণার অভাবে

প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় প্রচারণার ঘাটতি, হুন্ডির বিরুদ্ধে উদ্যোগের অভাবে বৈধ পথে রেমিট্যান্স সংগ্রহ কমেছে। পাশাপাশি ব্যাংকগুলোর ঘোষিত প্রণোদনার বাস্তবায়ন না হওয়ার অনেক প্রবাসী বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কিছুটা হলেও কম আগ্রহ দেখাচ্ছেন। এসব কারণেই রেমিট্যান্সে টান পড়েছে। কিন্তু রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্বজনদের বাড়তি খরচের চাহিদা বিবেচনায় ঈদের আগে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এ জন্য ঈদের আগের মাসে প্রবাসী আয় বাড়ে। আর ঈদের সময় বৈধ পথে রেমিট্যান্স কমে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ২০০ কোটি ডলারের কম এসেছে রেমিট্যান্স। এটি আগের মাসের চেয়ে পৌনে ৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১ শতাংশ কম।

পলিসি রিচার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ফরমাল চ্যানেলের চেয়ে প্রতি ডলারে ৫ থেকে ৭ টাকা বেশি হওয়ায় হুন্ডিতে ঝুঁকছেন অনেক প্রবাসী। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স কমে এসেছে। তা ছাড়া ডলারের রেট বাজারভিত্তিক না হওয়ায় ডলার বৈথ পথে লেনদেন হচ্ছে। পাশাপাশি কিছু ব্যাংক রেমিট্যান্সে প্রণোদনা নিয়ে গড়িমসি করছে। আর ঈদের ব্যস্ততায় হুন্ডির লোকজন টাকা সহজে পৌঁছে দেন বিধায় ঝামেলা এড়াতে ব্যাংকে যেতে নারাজ অনেকে। এসব বিষয় নিয়ে প্রচারণার ঘাটতি রয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। প্রবাসী আয় বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা পরিকল্পনামাফিক বাস্তবায়ন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত