ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ২৫ ডলার বেড়ে ৮৬ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ছে যুক্তরাষ্ট্রেও।
ইসরায়েল ও ফিলিস্তিন কোনো জ্বালানি তেলের উৎপাদক দেশ নয়। তবে বৈশ্বিক সরবরাহের প্রায় এক তৃতীয়াংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।
গত শনিবার হামাসের আকস্মিক ও নজিরবিহীন হামলার পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে পুরো এলাকা অস্থির হয়ে উঠেছে।
পশ্চিমা বিশ্ব হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে বাকিরা এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরুর ওপর জোর দিচ্ছে।
এদিকে হামাস ও লেবাননে হিজবুল্লাহর সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক পশ্চিমা গণমাধ্যমে খবর এসেছে, এই হামলার পেছনে সব ধরনের সহযোগিতা দিয়েছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।
যেখানে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী দেশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান এই হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে। যদিও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ইসরায়েল হামলার জন্য হামাসকে অভিনন্দন জানিয়েছেন।
জ্বালানি বিশ্লেষক সৌল কাভোনিক বিবিসিকে বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ঢেউ ইরান ও সৌদি আরবের মতো পার্শ্ববর্তী তেল উৎপাদক দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে।
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ২৫ ডলার বেড়ে ৮৬ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ছে যুক্তরাষ্ট্রেও।
ইসরায়েল ও ফিলিস্তিন কোনো জ্বালানি তেলের উৎপাদক দেশ নয়। তবে বৈশ্বিক সরবরাহের প্রায় এক তৃতীয়াংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।
গত শনিবার হামাসের আকস্মিক ও নজিরবিহীন হামলার পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে পুরো এলাকা অস্থির হয়ে উঠেছে।
পশ্চিমা বিশ্ব হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে বাকিরা এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরুর ওপর জোর দিচ্ছে।
এদিকে হামাস ও লেবাননে হিজবুল্লাহর সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক পশ্চিমা গণমাধ্যমে খবর এসেছে, এই হামলার পেছনে সব ধরনের সহযোগিতা দিয়েছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।
যেখানে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী দেশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান এই হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে। যদিও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ইসরায়েল হামলার জন্য হামাসকে অভিনন্দন জানিয়েছেন।
জ্বালানি বিশ্লেষক সৌল কাভোনিক বিবিসিকে বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ঢেউ ইরান ও সৌদি আরবের মতো পার্শ্ববর্তী তেল উৎপাদক দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে অভিজাত শপিংমল ফিনলে সাউথ সিটিতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসব ২০২৫-এর মেগা র্যাফেল ড্র। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ড্র-এর মাধ্যমে গাড়ি, আইফোন, ল্যাপটসসহ আকর্ষণীয় সব পুরস্কারজয়ী নাম ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে বঞ্চিত ৭ হাজার ২১৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। একসঙ্গে এত কর্মকর্তার পদোন্নতির বিষয় নিয়ে এবার তদন্ত শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। এতে পদবিসহ সুযোগ-সুবিধা হারানোর আতঙ্কে রয়েছেন পদোন্নতি পাওয়া...
১১ ঘণ্টা আগেবিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করেছে অন্তর্বর্তী সরকার। অথচ এ দেশে আসা এক জাপানি বিনিয়োগকারী চরম প্রতারণা ও বিচারিক দীর্ঘসূত্রতার শিকার হয়ে বিনিয়োগ গুটিয়ে ফিরে যাওয়ার কথা ভাবছেন...
১৩ ঘণ্টা আগেএবি ব্যাংকের ৮১৩তম বোর্ড সভায় বিশিষ্ট ব্যাংকার কাইজার এ. চৌধুরী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ. চৌধুরীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
১৪ ঘণ্টা আগে