Ajker Patrika

আইসিবির চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৫: ৫১
আইসিবির চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার পদত্যাগ

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। আজ মঙ্গলবার ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রক্রিয়া অনুসরণ করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে সুবর্ণ বড়ুয়া বলেছেন, গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ। কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তাঁর আশা, ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে।

সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক। তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডির বিভিন্ন আন্তসীমান্ত গবেষণা প্রকল্প পরিচালনা এবং বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির পরামর্শকের দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত